Risingbd Online Bangla News Portal

ঢাকা     বুধবার   ০১ ডিসেম্বর ২০২১ ||  অগ্রহায়ণ ১৭ ১৪২৮ ||  ২৩ রবিউস সানি ১৪৪৩

ইউএনও’র ওপর হামলার ঘটনায় ন্যাপের উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৫, ৪ সেপ্টেম্বর ২০২০  
ইউএনও’র ওপর হামলার ঘটনায় ন্যাপের উদ্বেগ

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ন্যাপ। হামলার প্রকৃত রহস্য উদঘাটন ও হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানিয়েছে দলটি।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম গোলাম মোস্তফা ভূইয়া এ দাবি জানিয়েছেন।

বিবৃতিতে তারা বলেন, ‘এমন ঘটনায় মনে হচ্ছে, প্রশাসনের কর্মকর্তারাও আজ নিরাপদ নন। সন্ত্রাসী হামলা থেকে মেয়েকে বাঁচাতে গিয়ে বাবাও আহত হয়েছেন। কী ঔদ্ধত্য! কী ভয়ংকর সন্ত্রাস। হাতুড়ি দিয়ে পেটানোর সাহস হয় কী করে হয় সন্ত্রাসীদের? তাহলে কি এই হামলার পেছনে অন্য কোনো শক্তির ইন্ধন আছে? এসব প্রশ্নের উত্তর খুঁজে বের করতে হবে সরকারকে। অন্যথায় সন্ত্রাসীরা আরো বেপরোয়া হয়ে উঠতে পারে।’

ইউএনও ওয়াহিদা খানমের সুস্থতা কামনা করেছেন বাংলাদেশ ন‌্যাপের চেয়ারম্যান ও মহাসচিব।

ঢাকা/হাসিবুল/রফিক

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়