ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

কারণ ছাড়াই বাড়ছে শ্যামপুরের সুগারের শেয়ার দর

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪২, ১৯ আগস্ট ২০২১  
কারণ ছাড়াই বাড়ছে শ্যামপুরের সুগারের শেয়ার দর

কোনো প্রকার মূল্য সংবেদনশীল তথ্য বা কোনো কারণ ছাড়াই শেয়ারবাজারে তালিকাভুক্ত শ্যামপুর সুগারের শেয়ারের দাম অস্বাভাবিক হারে বাড়ছে। দেশের প্রধান শেয়ারবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এমন তথ্য জানিয়েছে শ্যামপুর সুগার কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

তথ্য মতে, শ্যামপুর সুগারের শেয়ার দর অস্বাভাবিক দাম বাড়ার কারণ জানতে চেয়ে গত ১৮ আগস্ট চিঠি পাঠিয়েছে ডিএসই। ওই চিঠির জবাবে শ্যামপুর সুগার কর্তৃপক্ষে জানিয়েছে, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই তাদের কোম্পানির শেয়ারের দাম বাড়ছে।

প্রসঙ্গত, গত ৯ আগস্ট কোম্পানিটির শেয়ারের দর ছিল ৬৩.৪০ টাকায়। আর ১৮ আগস্ট কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ৮৫.১০ টাকায়। ফলে এই ৬ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ২১.৭০ টাকা বা ৩৪ শতাংশ বেড়েছে।

ঢাকা/এনটি/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়