ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

মালয়েশিয়ায় ১৫ বাংলাদেশিসহ আটক ২৪

ইমরান মোস্তফা, মালয়েশিয়া  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১০, ২৭ এপ্রিল ২০২১   আপডেট: ১২:৩২, ২৭ এপ্রিল ২০২১
মালয়েশিয়ায় ১৫ বাংলাদেশিসহ আটক ২৪

মালয়েশিয়ায় অবৈধভাবে বসবাসের অভিযোগে ১৫ বাংলাদেশিসহ ২৪ জনকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন।

রাজধানী কুয়ালালামপুরের  সেলাঙ্গড়ের শাহ আলম এ শ্রী-মুদা প্লাজা মার্কেটে অভিযান চালিয়ে ২৪ বিদেশিকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ১৫ বাংলাদেশি, ভারতের ৩ জন, নেপালের ৩ জন, ইন্দোনেশিয়ান ২ ও মিয়ানমারের ১ জন রয়েছেন। 

রোববার (২৫ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৮টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত চলে অভিযান। এসময় ৬৯ জনের কাগজপত্র যাচাই বাছাই শেষে ২৪ জনকে আটক দেখানো হয়।

অভিযানে শাহ আলম সিটি কাউন্সিল ( এমবিএসএ) এর ৬৭ জন কর্মকর্তা ও কর্মী সমন্বিতভাবে অংশ নেয়। আটককৃতদের বিরুদ্ধে আনিত অভিযোগের তদন্তের জন্য এনফোর্সমেন্ট বিভাগ, সেলাঙ্গর স্টেট ইমিগ্রেশন অফিসে আনা হয়। সেখান থেকেই শুরু হবে তাদের বিরুদ্ধে বিচারিক কার্যক্রম।

উল্লেখ্য, মালয়েশিয়ায় রিক্যালিব্রেশন প্রক্রিয়ায় চলছে বৈধকরণ প্রক্রিয়া। একই সঙ্গে ইমিগ্রেশনের নিয়মিত অভিযানে আটক করা হচ্ছে অবৈধভাবে বসবাসরত অভিবাসিদের। 

ঢাকা/রাখী/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়