ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

স্থানীয়দের হাতে আটক চিল পাখি উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৩৩, ১৭ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ০৮:৩৩, ১৭ সেপ্টেম্বর ২০২০
স্থানীয়দের হাতে আটক চিল পাখি উদ্ধার

হবিগঞ্জে স্থানীয়দের হাতে আটক হওয়া একটি চিল পাখি উদ্ধার করেছে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ। 

বুধবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে যোগাযোগ করা হলে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের হবিগঞ্জের ফরেস্টার তোফায়েল আহমেদ চৌধুরী এর সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, বিকেলে জেলা শহরের বেবীস্ট্যান্ড থেকে এই চিল পাখি স্থানীয় লোকজনের হাতে আটক হয়। পরে তারা খবর পেয়ে সেটি উদ্ধার করেন। উপযুক্ত স্থানে দ্রুত অবমুক্ত করা হবে।    

হবিগঞ্জের বাসিন্দা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর আজীবন সদস্য ড. জহিরুল হক শাকিল বলেন, এক সময়ে দেশে কয়েক প্রজাতির চিলের বসবাস ছিল। কিন্তু গত কয়েক বছর ধরে গবাদি পশুর চিকিৎসায় ব্যবহৃত ‘ডাইক্লোফেনাক’ নামক ওষুধের প্রতিক্রিয়ায় দ্রুত বিলুপ্তি ঘটছে ঈগল, চিল, শকুন, পেঁচা ও বাজ পাখির মতো শিকারি প্রাণীর। 

তিনি আরও বলেন, বন ও পরিবেশ ধ্বংসের ফলে খাদ্য এবং আবাসস্থলের সংকটও এসব বৃহদাকার মাংসাশী পাখির অস্তিত্বকে হুমকির মুখে ফেলেছে।

মামুন/বকুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়