ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

রায়হান হত্যা: ছিনতাইয়ের অভিযোগকারী যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, সিলেট || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০২, ২৫ অক্টোবর ২০২০   আপডেট: ০৮:৫৪, ২৬ অক্টোবর ২০২০
রায়হান হত্যা: ছিনতাইয়ের অভিযোগকারী যুবক গ্রেপ্তার

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) বন্দর বাজার ফাঁড়িতে নির্যাতনে রায়হান আহমদ নামে এক যুবকের মৃত্যুর ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সাইদুর রহমান নামে ওই ব্যক্তির অভিযোগের পরই পুলিশ রায়হানকে ধরে এনেছিল ফাঁড়িতে।

রোববার (২৫ অক্টোবর) বিকেলে তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোর্পদ করা হয়েছে বলে জানিয়েছেন পিবিআইর পরিদর্শক ও আলোচিত এ মামলার তদন্ত কর্মকর্তা মাহিদুল ইসলাম।

তিনি জানান, তার দেওয়া খবরের ভিত্তিতেই রায়হানকে পুলিশ ফাঁড়িতে ধরে নিয়ে আসে। ওই ব্যক্তি দুপুরে পিবিআই কার্যালয়ে হাজির হয়েছিল। তাই তাকেও জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।

আলোচিত এ ঘটনায় এখন পর্যন্ত দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পলাতক রয়েছেন প্রধান অভিযুক্ত ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আকবর হোসেন ভূঁইয়া। আর বাকি সাময়িক বরখাস্ত এবং প্রত্যাহার হওয়া ৫ জন সিলেট পুলিশ লাইন্সে হেফাজতে রয়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

নোমান/এসএম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়