ঢাকা     মঙ্গলবার   ০৯ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নরসিংদীতে ঐতিহ্যবাহী দাড়িয়াবান্ধা খেলা অনুষ্ঠিত

নরসিংদী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:১৬, ১১ জানুয়ারি ২০২১  
নরসিংদীতে ঐতিহ্যবাহী দাড়িয়াবান্ধা খেলা অনুষ্ঠিত

নরসিংদীতে হারিয়ে যাওয়া গ্রাম বাংলার ঐতিহ্যবাহী দাড়িয়াবান্ধা খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ জানুয়ারি) বিকালে শিবপুর উপজেলার মাছিমপুর যুব সংঘের উদ্যোগে মাছিমপুর পশ্চিমপাড়া গ্রামে বিবাহিত-অবিবাহিত দলের মধ্যে এই দাড়িয়াবান্ধা ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

শিবপুর পাইলট মডেল বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ইকবাল হোসেনের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাছিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ফরহাদ আলম ভূঞা।

খেলা উদ্বোধন করেন ব্যবসায়ী একেএম গোলজার হোসেন মিল্টন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুরহাটের ব্যবসায়ী নজরুল ইসলাম, ঢাকা ওয়াসার রাজস্ব পরিদর্শক নাজমুল হাসান ও দুবাই প্রবাসী মোবারক ভূঁইয়া।

খেলায় অবিবাহিত দল বিবাহিত দলকে ৫-৪ পয়েন্টে পরাজিত করে।

এ সময় প্রধান অতিথি ফরহাদ আলম ভূঞা তার বক্তব্যে বলেন, তরুণ প্রজন্মদের শুধু পড়াশোনা নয়, খেলাধুলায়ও মনযোগী হতে হবে। মাদক আমাদের সমাজকে গিলে খাচ্ছে, তাই মাদক থেকে দূরে থাকতে হবে। সন্তানরা যেন নেশায় আসক্ত না হয় অভিভাবকদের সেদিকে খেয়াল রাখতে হবে।

এইচ মাহমুদ/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়