ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সড়ক দুর্ঘটনায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিহত

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৩, ৭ জুলাই ২০২১   আপডেট: ১৫:০৫, ৭ জুলাই ২০২১
সড়ক দুর্ঘটনায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিহত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ভুটভুটির ধাক্কায় প্রাথমিক বিদ্যায়লের এক শিক্ষক নিহত হয়েছেন।

বুধবার (৭ জুলাই) সকালে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের দিঘা মোড়ে এ ঘটনা ঘটে।

আরো পড়ুন:

বিষয়টি নিশ্চিত করেছেন গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলিপ কুমার দাস।

নিহত ওই শিক্ষকের নাম তোরিকুল ইসলাম (৪২)। তিনি শিবগঞ্জ উপজেলার তেলকুপি এলাকার শাহারুদ্দিনের ছেলে ও তেলকুপি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী সহকারী শিক্ষক ছিলেন। এ ঘটনায় তোরিকুলের চতুর্থ শ্রেণিতে পড়া ছেলে তামিম আহত হয়েছে।

ওসি দিলিপ জানান, শিক্ষক তোরিকুল আর তার ছেলে তামিম (১২) মোটরসাইকেলে যাচ্ছিলেন। হঠাৎ করে বেপরোয়া গতিতে চলা ভুটভুটি তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী ওই শিক্ষক আর তার ছেলে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর জখম হন। পরে ফায়ার সার্ভিসকে স্থানীয়রা খবর দিলে তাৎক্ষণিক তারা উপস্থিত হয়ে তাদের ওই দুজনকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তোরিকুলের মৃত্যু হয়। তার ছেলের শারিরীক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রামেকে (রাজশাহী মেডিকেল কলেজ) পাঠানো হয়। 

ওসি আরও জানান, এই ঘটনায় ওই ভুটভুটির চালককে আটক করা হয়েছে। ওই শিক্ষকের পরিবারের কোনো দাবি না থাকায় তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শিয়াম/বুলাকী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়