ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দোকানদরের কাছ থেকে ২ লাখ টাকা ছিনতাই

রাজবাড়ী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৭, ২০ জুলাই ২০২২  
দোকানদরের কাছ থেকে ২ লাখ টাকা ছিনতাই

রাজবাড়ীতে এক বিকাশ দোকানদারকে কুপিয়ে নগদ ২ লাখ টাকা এবং মোবাইল রিচার্জের কার্ড ছিনিয়ে নিয়েছে দুর্বত্তরা। 

মঙ্গলবার (১৯ জুলাই) রাত ১০টার দিকে গোয়ালন্দ মোড়ের অদূরে এ ঘটনা ঘটে।

আরো পড়ুন:

ভুক্তভোগী দোকানদারের নাম মির্জা আজম (৩৫)। তিনি সদর উপজেলার নিমতলার মৃত শামসুল হকের ছেলে। তার মেসার্স মদিনা স্টোর নামে একটি ভ্যারাইটিজ স্টোর আছে। সেখানে তিনি বাকশসহ বিভিন্ন মোবাইল ব্যাংকিংয়ের এজেন্ট ও মোবাইল ফ্লেক্সিলোডেরও ব্যবসা করেন।

বুধবার (২০ জুলাই) আজম জানান, রাতে গোয়ালন্দ মোড়ের অদূরে গেলে দুইজন দুর্বৃত্ত তার গতিরোধ করে। এসময় তার তার কাছ থেকে ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তারা। ব্যাগ নিতে বাধা দিলে দুর্বৃত্তরা চাপাতি দিয়ে তার হাতে কোপ দেয়। এক পর্যায়ে তারা ব্যাগটি নিয়ে পালিয়ে যায়। 

রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ আব্দুল আল মামুন জানান, আজমের হাতের ২ টি জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ৩০ টি সেলাই লেগেছে তার। বর্তমানে সার্জারি ওয়ার্ডে তিনি ভর্তি আছেন।

সুকান্ত/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়