ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাংলাদেশ মানবাধিকার নাট্যপরিষদ কুষ্টিয়ার কমিটি গঠন

কুষ্টিয়া প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৩, ৩১ ডিসেম্বর ২০২২  
বাংলাদেশ মানবাধিকার নাট্যপরিষদ কুষ্টিয়ার কমিটি গঠন

‘নাটক সমাজ বদলের হাতিয়ার’ স্লোগান ধারণ করে বাংলাদেশ মানবাধিকার নাট্যপরিষদ কুষ্টিয়ার নতুন কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (৩১ ডিসেম্বর) বিকেলে কুষ্টিয়া শিল্পকলা একাডেমীর প্রশিক্ষণ কক্ষে এম এ কাইয়ুমের সভাপতিত্বে মতবিনিময় সভায় রকিবুল ইসলাম কর্ণেলকে সভাপতি এবং কৌশিক আহমেদ শাওনকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ জেলা কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত এই কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়ির সহ-সভাপতি নায়েব আলী, সহ-সভাপতি মাহাবুব শাহারিয়া, শেখ সাদি, যুগ্ম-সাধারণ সম্পাদক কামরুল হোসেন রোহিত, সহ-সাধারণ সম্পাদক লাহড়ী, সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম, নাট্য প্রযোজনা সম্পাদক সোহেল খন্দকার, দপ্তর সম্পাদক নাফিজ আহম্মেদ রাব্বিন, কোষাধ্যক্ষ মোসুকুল, প্রচার সম্পাদক রবিউল ইসলাম রাব্বি, প্রকাশনা সম্পাদক জহুরুল ইসলাম, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রত্মা ভট্টাচার্য, আইন বিষয়ক সম্পাদক নুরুননাহার বেগম রিক্তা, কার্যনির্বাহী সদস্য যথাক্রমে এম. এ কাইয়ুম, পলান বিশ্বাস, সাজেদুল ইসলাম, রবিউল ইসলাম ফটিক, তোফাজ্জেল হোসেন, রনি ইসলাম, নাজমা ফারহানা মুন্নি, কে এম হারিসুল আলম, সোহেল আহমেদ এবং ইউসুফ আলী জনি। 

নতুন কমিটি ০১ জানুয়ারি ২০২৩ সাল থেকে ৩১ ডিসেম্বর ২০২৪ সাল পর্যন্ত দুই বছর কাল ধরে সাংগঠনিক দায়িত্ব পালন করবে।
 

কাঞ্চন/বকুল

সর্বশেষ

পাঠকপ্রিয়