ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নাটোরে বিএনপির সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত 

নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪২, ১৬ জানুয়ারি ২০২৩  
নাটোরে বিএনপির সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত 

১০ দফা দাবি ও বিদ্যুতের মূল্য কমানোর দাবিতে সমাবেশ ও মিছিল করেছে নাটোর সদর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন। 

সোমবার (১৬ জানুয়ারি) সকাল ১১টার দিকে আলাইপুরস্থ অস্থায়ী কার্যালয় থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। 

আরো পড়ুন:

সমাবেশে বক্তারা বলেন, দেশ আজ এক কঠিন ক্রান্তিকাল অতিক্রম করছে। বিএনপি নেতা কর্মীদের আটকের মাধ্যমে এই আন্দোলনকে ঠেকানো যাবে না। ১০ দফা দাবি মেনে নিয়ে নিরপেক্ষ নির্বাচন দিয়ে এই সংকট দূর করতে হবে সরকারকে। 

সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব রহিম নেওয়াজ, সদস্য ফরহাদ আলী দেওয়ান শাহীন, সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ রফিকুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফয়সাল আলম আবুল প্রমুখ।

আরিফুল/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়