ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বৃহস্পতিবার থেকে সিরাজগঞ্জ-ঢাকা বাস চলাচল বন্ধ

সিরাজগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৫, ১৯ জুলাই ২০২৩   আপডেট: ১৯:৩৭, ১৯ জুলাই ২০২৩
বৃহস্পতিবার থেকে সিরাজগঞ্জ-ঢাকা বাস চলাচল বন্ধ

ফাইল ফটো

বৃহস্পতিবার (২০ জুলাই) ভোর থেকে সিরাজগঞ্জ-ঢাকা রুটে বাস চলাচল বন্ধের ঘোষণা দিয়েছেন সিরাজগঞ্জ বাস মালিক-শ্রমিক নেতারা। সেই সঙ্গে টাঙ্গাইল বাস মালিক সমিতির কোনও বাস সিরাজগঞ্জের ওপর দিয়ে উত্তরাঞ্চলে চলাচল করতে পারবে না বলেও জানান তারা।

বুধবার (১৯ জুলাই) বিকেলে সিরাজগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনটির নেতারা।

বিনা অনুমতিতে একটি বাস চলাচলকে কেন্দ্র করে গতকাল টাঙ্গাইলে দুই শ্রমিককে মারধর করেন ‘নিবির পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাসের মালিক। সেই ঘটনার প্রতিবাদে এ ঘোষণা দেওয়া হয়েছে।

জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সুলতান তালুকদার বলেন, টাঙ্গাইল মালিক সমিতির নেতা তুষারের মালিকানাধীন নিবির পরিবহণ নামের একটি বাস দীর্ঘদিন ধরে রাজশাহীতে চলাচল করে। সিরাজগঞ্জ মালিক সমিতির সঙ্গে কোনও আলোচনা না করে গত কয়েক মাসে তিনি আরও একটি গাড়ি অবৈধভাবে এই রুটে চালানো শুরু করেন। এ কারণে আমরা ওই গাড়িটি ফিরিয়ে দেই।

তিনি বলেন, মঙ্গলবার নির্জনা পরিবহণ নামের সিরাজগঞ্জের একটি বাস বিয়ের রিজার্ভ ভাড়া নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় এলেঙ্গা ও টাঙ্গাইল বাইপাসের দুই স্থানে থামিয়ে তুষার নিজে উপস্থিত থেকে নির্জনা বাসের চালক ও সহকারীকে মারধর করেন। বিষয়টি মীমাংসার জন্য টাঙ্গাইল মালিক ও শ্রমিক সমিতির সঙ্গে একাধিকবার যোগাযোগ করলেও কোনও সাড়া পাইনি।

সুলতান তালুকদার আরও বলেন, এ ঘটনার জেরে সিরাজগঞ্জ মালিক-শ্রমিক সংগঠনের জরুরি মিটিং ডাকা হয়। সেখানে সিদ্ধান্ত হয় বৃহস্পতিবার ভোর থেকে সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী সব বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। সেই সঙ্গে টাঙ্গাইল মালিক সমিতির কোনও বাস সিরাজগঞ্জের ওপর দিয়ে উত্তরাঞ্চলে চলতে দেওয়া হবে না।

সংবাদ সম্মেলনে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মণি, সহ-সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ, সহ-সাধারণ সম্পাদক সেলিম রেজা, আব্দুর রাজ্জাক রাজা, সাংগঠনিক সম্পাদক মাজেদ খান, কোষাধ্যক্ষ মোক্তার হোসেন, দপ্তর সম্পাদক আলম শেখ, ক্রীড়া সম্পাদক সোহেল রানা, সদস্য আব্দুল মজিদসহ নেতারা উপস্থিত ছিলেন।

অদিত্য/মাসুদ/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়