ঢাকা     শুক্রবার   ০৩ মে ২০২৪ ||  বৈশাখ ২০ ১৪৩১

কাপ্তাই জাতীয় উদ্যানে অজগর অবমুক্ত

রাঙামাটি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৫, ২০ সেপ্টেম্বর ২০২৩  
কাপ্তাই জাতীয় উদ্যানে অজগর অবমুক্ত

রাঙামাটির কাপ্তাই জাতীয় উদ্যানে বিরল প্রজাতির অজগর সাপ অবমুক্ত করা হয়েছে। সাপটির দৈঘ্য ৮ ফুট এবং এর ওজন ১০ কেজি।

বুধবার (২০ সেপ্টেম্বর) বিকাল ৫টায় কাপ্তাই বন বিভাগের রেঞ্জ অফিসার খন্দকার মাহমুদুল হক মুরাদ কাপ্তাই জাতীয় উদ্যানে সাপটি অবমুক্ত করেন। এ সময় কাপ্তাই বন বিভাগের কর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে রাঙামাটি রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের মাঠের পাশের ঝোপের মধ্যে থেকে এই বিরল প্রজাতির অজগর সাপটি উদ্ধার করা হয়। সাপটি উদ্ধার করেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মো. সাইফুল। পরে রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসকের (সার্বিক) সহযোগিতায় রাঙামাটি বনবিভাগের কাছে অজগর সাপটি হস্তান্তর করা হয়। 
 

বিজয়/বকুল 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়