ঢাকা     বৃহস্পতিবার   ০৯ মে ২০২৪ ||  বৈশাখ ২৬ ১৪৩১

কিশোরগঞ্জের ৬টি আসনে প্রার্থী ৩৯ জন 

কিশোরগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১০, ১৭ ডিসেম্বর ২০২৩  
কিশোরগঞ্জের ৬টি আসনে প্রার্থী ৩৯ জন 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জের ৬টি আসনে আওয়ামী লীগ প্রার্থীসহ মোট ৫ জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এর মধ্যে কিশোরগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগ প্রার্থী নাসিরুল ইসলাম খান আওলাদ মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। এ ছাড়া ছয় আসনে বর্তমানে ৩৯ জন প্রার্থী রয়েছেন।

রোববার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা প্রশাসক ও রির্টানিং কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম আজাদ এ তথ্য জানান। তিনি জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ছয়টি আসনে বিভিন্ন দল ও স্বতন্ত্র মিলিয়ে ৪৪ জন প্রার্থী ছিলেন। তাঁদের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করেন আওয়ামী লীগের এক প্রার্থীসহ মোট ৫ জন। বাকি ৩৯ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করছেন। প্রার্থীরা হলেন-

কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে সৈয়দা জাকিয়া নূর লিপি (আওয়ামী লীগ), সৈয়দ সাফায়েতুল ইসলাম (স্বতন্ত্র), মো. আবদুল হাই (জাতীয় পার্টি), মো. আশরাফ উদ্দিন (ইসলামী ঐক্যজোট), মো. আব্দুল আওয়াল (বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট), মো. আনোয়ারুল কিবরিয়া (ন্যাশনাল পিপলস পার্টি) ও মোবারক হোসেন (বাংলাদেশ কংগ্রেস)। 

কিশোরগঞ্জ-২ (কটিয়াদি-পাকুন্দিয়া) আসনে আবদুল কাহার আকন্দ (আওয়ামী লীগ), মো. সোহরাব উদ্দিন (স্বতন্ত্র), মো. আখতারুজ্জামান (স্বতন্ত্র), মো. বিল্লাল হোসেন (বিএনএফ), মীর আবু তৈয়ব মোহাম্মদ রেজাউল করিম (গণফ্রন্ট) ও আলেয়া (ন্যাশনাল পিপলস পার্টি)। 

কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে মো. মুজিবুল হক চুন্নু (জাতীয় পার্টি), মো. রুবেল মিয়া (স্বতন্ত্র), মো. নাছিমুল হক (স্বতন্ত্র), মো. গোলাম কবির ভূঞা (স্বতন্ত্র), মোহাম্মদ মাহফুজুল হক (স্বতন্ত্র), মোহাম্মদ আমিনুল ইসলাম (ন্যাশনাল পিপলস পার্টি) ও ওমর ফারুক (ইসলামী ঐক্যজোট)।

কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে মো. রেজওয়ান আহাম্মদ তৌফিক (আওয়ামী লীগ), মো. শরীফুল আহসান (কৃষক শ্রমিক জনতা লীগ), মো. নছিম খান (বাংলাদেশ ইসলামী ফ্রন্ট), মো. জয়নাল আবদীন (ন্যাশনাল পিপলস পার্টি), মোহাম্মদ আবু ওয়াহাব (জাতীয় পার্টি) ও আ. মজিব (বাংলাদেশ কংগ্রেস)।

কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনে মো. আফজাল হোসেন (আওয়ামী লীগ), সুব্রত পাল (স্বতন্ত্র), মো. সোহরাব হোসেন (তৃণমূল বিএনপি), মো. রবিন মিঞা (বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোট), মো. মাহবুবুল আলম (জাতীয় পার্টি) ও মো. ইমদাদুল হক (বাংলাদেশ ইসলামী ফ্রন্ট)। 

কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে নাজমুল হাসান (আওয়ামী লীগ), নূরুল কাদের সোহেল (জাতীয় পার্টি), তারেক মোহাম্মদ শহিদুল ইসলাম (ন্যাশনাল পিপলস পার্টি), মোহাম্মদ আব্দুছ ছাত্তার (স্বতন্ত্র), মোহাম্মদ আয়ুব হোসেন (বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোট), মো. রুবেল হোসেন (বাংলাদেশ ইসলামী ফ্রন্ট) ও হেলাল উদ্দিন (বাংলাদেশ সুপ্রীম পার্টি)।

রুমন/বকুল 

সম্পর্কিত বিষয়:

ঘটনাপ্রবাহ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়