ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পাবনায় এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তারের দাবিতে স্মারকলিপি

পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১১, ২ জানুয়ারি ২০২৪  
পাবনায় এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তারের দাবিতে স্মারকলিপি

পাবনার সাঁথিয়ায় সংঘর্ষের ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তারের দাবিতে স্মারকলিপি দেওয়া হয়েছে।

সোমবার (০১ জানুয়ারি) সন্ধ্যায় করমজা ইউনিয়নের শতাধিক নেতাকর্মী ও এলাকাবাসী বিক্ষোভ মিছিল নিয়ে সাঁথিয়া থানা চত্বরে এসে অবস্থান নেন।

আরো পড়ুন:

এসময় উপজেলা নেতৃবৃন্দদের সঙ্গে নিয়ে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেনের নিকট স্মারকলিপি প্রদান করেন করমজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান আলী খান, সহ-সভাপতি রবিউল করিম হিরু, পৌর মেয়র মাহবুবুল আলম বাচ্চু, উপজেলার ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকন প্রমুখ।

স্মারকলিপিতে বলা হয়েছে যে, গত ২৯ ডিসেম্বর পাবনা-১ আসনের সাঁথিয়ায় আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকুর সমর্থকেরা মটরসাইকেল বহর নিয়ে যাওয়ার সময় বোয়ালমারী বাজারে এসে পৌঁছালে দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালিয়ে মটরসাইকেল ভাংচুর ও নেতাকর্মীদের মারাত্মক জখম করে। এ বিষয়ে সাঁথিয়া থানায় মামলা করা হয়।

তারা বলেন, দৃর্বৃত্তরা এমন ঘৃণ্য কর্মকান্ড করে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং বিভিন্ন প্রকার হুমকি-ধামকি দিয়ে যাচ্ছে।

ন্যায় বিচারের স্বার্থে এজাহারভুক্ত আসামিদের অনতিবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান এলাকাবাসী।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, স্মারকলিপি পেয়েছি। আসামি গ্রেপ্তারের জন্য আমাদের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

শাহীন/ফয়সাল

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়