ঢাকা     বৃহস্পতিবার   ০৯ মে ২০২৪ ||  বৈশাখ ২৬ ১৪৩১

চট্টগ্রাম থেকে সব লোকাল ট্রেন চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৫, ৬ জানুয়ারি ২০২৪  
চট্টগ্রাম থেকে সব লোকাল ট্রেন চলাচল বন্ধ

রাজধানীর গোপীবাগ এলাকায় ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেনে দুর্বৃত্তের আগুনে দেওয়ার ঘটনার পর নাশকতার আশঙ্কায় চট্টগ্রাম থেকে সব লোকাল ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। একই সঙ্গে রোববার (৭ জানুয়ারি) নির্বাচনের দিন চট্টগ্রাম থেকে কোনো লোকাল ট্রেন চলাচল করবে না বলে জানিয়েছে রেলওয়ে। তবে, সবগুলো আন্তঃনগর ট্রেন সূচি অনুযায়ী চলাচল করবে। 

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ম্যানেজার মনিরুজ্জামান জানান, চট্টগ্রাম থেকে লোকাল ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। নাশকতা এড়াতে সবকটি লোকাল ট্রেন রোববারও বন্ধ থাকবে। এর মধ্যে চাঁদপুরগামী ‌‘সাগরিকা এক্সপ্রেস’, ঢাকাগামী ‘কর্ণফুলী এক্সপ্রেস’, বঙ্গবন্ধু সেতুর পূর্বপ্রান্তগামী ‘নাসিরাবাদ এক্সপ্রেস’, নাজিরহাটগামী ট্রেন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন চলাচল বন্ধ থাকবে।

এদিকে, ট্রেনে নাশকতা রোধে কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে রেলওয়ে পুলিশ। বিভিন্নস্থানে রেল পুলিশের টহল জোরদার করা হয়েছে।

রেজাউল/মাসুদ

ঘটনাপ্রবাহ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়