ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গ্রিল কেটে বাসায় ঢুকে বিচারককে হত্যার হুমকি

জয়পুরহাট সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৫, ৭ ফেব্রুয়ারি ২০২৪  
গ্রিল কেটে বাসায় ঢুকে বিচারককে হত্যার হুমকি

জয়পুরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. আব্বাস উদ্দীনের ভাড়া বাড়ির গ্রিল কেটে চুরি হয়েছে। এসময় তাকে হত্যার হুমকি দেয় দুর্বৃত্তরা বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় থানায় মামলা হয়েছে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাড়িটি পরিদর্শন করেছে।

গত সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে হাউজিং এস্টেট এলাকায় ঘটনাটি ঘটে। পালিয়ে যাওয়ার সময় দুর্বৃত্তরা ৫ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৫০ হাজার টাকা নিয়ে যায়।জয়পুরহাটে স্কুলছাত্র মোয়াজ্জেম হত্যা মামলায় গত ৩১ জানুয়ারি ১১ জনকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন বিচারক মো. আব্বাস উদ্দীন।

আরো পড়ুন:

আরও পড়ুন: জয়পুরহাটে মোয়াজ্জেম হত্যা মামলায় ১১ জনের মৃত্যুদণ্ড

মামলার অভিযোগে জানা গেছে, জয়পুরহাট শহরের বাস স্ট্যান্ডের হাউজিং এস্টেট এলাকার একটি ভাড়া বাসায় স্ত্রীকে নিয়ে থাকেন জয়পুরহাটের অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের বিচারক আব্বাস উদ্দীন। গত সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে জানালার গ্রিল কেটে বাড়িতে প্রবেশ করে তিন দুর্বৃত্ত। তারা ৫ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৫০ হাজার টাকা চুরি করে। তাদের উপস্থিতি টের পেয়ে প্রতিবেশী পুলিশ কনস্টেবল আরিফুলকে ফোন দেন বিচারক দম্পতিকে। এরই মধ্যে দুর্বৃত্তরা শয়ন কক্ষে প্রবেশ করে বিচারক আব্বাস উদ্দীনকে আসামি বেদিনসহ ১১ জনকে গত ৩১ জানুয়ারি মৃত্যুদণ্ড রায় দেওয়ায় ছোড়া দেখিয়ে ফাঁসি দেবে বলে হুমকি দেয়। এসময় পুলিশ কনস্টেবল আরিফুল এসে চিৎকার দিলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে এটি রহস্যজনক ঘটনা বলে মনে হচ্ছে। গভীরভাবে বিষয়টি তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় ওই বিচারকের নিরাপত্তা জোরদার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় থানায় মামলা হয়েছে।

শামীম/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়