ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্রসহ আরসা সদস্য গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৬, ২৩ মে ২০২৪   আপডেট: ১৮:৫০, ২৩ মে ২০২৪
রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্রসহ আরসা সদস্য গ্রেপ্তার

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে বিদেশি অস্ত্র ও গুলিসহ আবদুল্লাহ (৩০) নামে আরসার এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ মে) সকাল সাড়ে ১১টায় এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহ-অধিনায়ক পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল। এরআগে বুধবার (২২ মে) ক্যাম্প-২০ এলাকায় ওই অভিযান চালানো হয়।

আরো পড়ুন:

গ্রেপ্তারকৃত আবদুল্লাহ ৩ নম্বর ক্যাম্পের ব্লক-ডি/৫১ এর মোদাচ্ছের এর ছেলে।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল জানান, ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের কাছে খবর আসে আরসা’র শীর্ষ সন্ত্রাসী আবদুল্লাহ ২০ নম্বর ক্যাম্পে অবস্থান করছে। এই খবরে ইরানী পাহাড়ে অভিযান চালিয়ে ক্যাম্পের একটি শেড থেকে আব্দুল্লাহকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ২টি বিদেশি পিস্তল ও ২ রাউন্ড গুলি পাওয়া যায় এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে ক্যাম্পের কাঁটাতারের বাইরে লাল পাহাড়ের ঢালু স্থান থেকে দেশিয় বড় ওয়ান শুটার গান ১টি, মাঝারি সাইজের ওয়ান শুটার গান ২টি, রাইফেলের গুলি ২০ রাউন্ড, শর্টগানের কার্তুজ ১টি, রাইফেলের গুলির খোসা ২০টি, ৩টি পিস্তলের গুলির খোসা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মোট ৮টি হত্যা মামলা ও ১টি অপহরণ এবং চাঁদাবাজির মামলা রয়েছে।

তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

তারেকুর/ফয়সাল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়