ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

খালেদা জিয়ার মুক্তিতে সাড়ে ৬ বছর পর চুল কাটলেন কর্মী

পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৬, ৭ আগস্ট ২০২৪  
খালেদা জিয়ার মুক্তিতে সাড়ে ৬ বছর পর চুল কাটলেন কর্মী

আজ বিকেলে পাবনার একটি সেলুনে গিয়ে মাথার চুল কাটেন মোজ্জামেল

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাবন্দি হন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার কারাবন্দি হওয়ার খবরে কষ্ট পান মোজাম্মেল হক। এই দুঃখে তিনি প্রতিজ্ঞা করেছিলেন যতদিন তার নেত্রী কারাগার থেকে মুক্ত না হবেন, ততদিন পর্যন্ত মাথার চুল কাটবেন না তিনি। 

গতকাল মঙ্গলবার (৬ আগস্ট) নির্বাহী আদেশে খালেদা জিয়াকে সব ধরনের মামলা থেকে অব্যাহতি দিয়ে কারামুক্তি ঘোষণা করা হয়। নেত্রীর মুক্তির খবর জানতে পেরে সাড়ে ছয় বছর পর মাথার চুল কেটে ফেললেন মোজাম্মেল। বুধবার (৭ আগস্ট) পাবনার একটি সেলুনে গিয়ে মাথার চুল কাটেন তিনি।

আরো পড়ুন:

মোজাম্মেল হক (৫৩) পাবনার চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়নের ভাদড়া গ্রামের মৃত ইন্তাজ আলী মোল্লার ছেলে। তিনি পেশায় ইলেকট্রিশিয়ান এবং বিএনপি কর্মী।

মোজাম্মেল হক বলেন, ’বিএনপিকে আমি ভালোবাসি। এক সময়ে আমি ছাত্রদলের কর্মী হয়ে রাজনীতি করেছি। এই দলটি আামর রক্তে মিশে আছে। দলের নেত্রীকে আমি মায়ের মতো শ্রদ্ধা করি। সেই নেত্রীকে যখন মিথ্যা মামলায় কারাবন্দি করা হয়, তখন নিজেকে আর ধরে রাখতে পারছিলাম না। প্রতিবাদ জানানোর ভাষা ছিল না আমার। তাই সিদ্ধান্ত নিয়েছিলাম আমার নেত্রী যতদিন কারামুক্ত ও মামলা থেকে অব্যাহতি না পাবেন, ততদিন আমি আমার মাথার চুল কাটবো না।’ 

তিনি আরও বলেন, ‘অনেকেই আমাকে জিজ্ঞাসা করতেন মাথার চুল বড় রাখছি কেন? তখন কাউকে বলতে পারিনি। আমার নেত্রী মুক্ত হয়েছেন। তাই আজ মাথার চুল কেটে আমি আমার প্রতিজ্ঞা ভেঙেছি।’

প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হওয়ার পর ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাবন্দি হন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। দুই বছরের বেশি সময় কারাবন্দি ছিলেন তিনি। ২০২০ সালের ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে সাজা স্থগিত করে শর্ত সাপেক্ষে মুক্তি দেওয়া হয়েছিল তাকে। তখন থেকে ছয় মাস অন্তর অন্তর আবেদন সাপেক্ষে তার সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়াচ্ছিল আওয়ামী লীগ সরকার।

গতকাল মঙ্গলবার নির্বাহী আদেশে খালেদা জিয়াকে সব ধরনের মামলা থেকে অব্যাহতি দিয়ে কারামুক্তি ঘোষণা করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপ-সচিব মোহাম্মদ আবু সাঈদ মোল্লা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।

শাহীন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়