ঢাকা     মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪ ||  কার্তিক ২১ ১৪৩১

সরাসরি: কুড়িগ্রামে নৌকা ডুবে যুবক নিখোঁজ 

কুড়িগ্রাম প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫০, ১৫ সেপ্টেম্বর ২০২৪  
কুড়িগ্রামে নৌকা ডুবে যুবক নিখোঁজ 

কুড়িগ্রামের রৌমারীতে ব্রহ্মপুত্র নদের শাখা হলহলিয়া নদীতে নৌকা ডুবে শাহা আলম (১৮) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুরে নৌকা ডুবির ঘটনাটি হয়। রৌমারী ফায়ার সার্ভিসের লিডার আব্দুল আলিম বলেন, নিখোঁজ যুবককে উদ্ধারে আমরা কাজ করছি।

নিখোঁজ শাহা আলম গাজীপুরের সখিপুর এলাকার রহমত আলীর ছেলে। তিনি তার মামাতো ভাই সজিবকে নিয়ে নানা বাড়ি রৌমারীর খনার চর পশ্চিম পাড়ায় বেড়াতে এসেছিলেন।

আরো পড়ুন:

স্থানীয়রা জানান, নিখোঁজ শাহা আলম ও তার মামাতো ভাই একটি ডিঙি নৌকায় করে হলহলিয়া নদীতে বেড়াতে যান। ফেরার পথে নৌকাটি ডুবে যায়। সজিবকে জীবিত উদ্ধার করা গেলেও শাহা আলমকে খুঁজে পাওয়া যায়নি। খবর পেয়ে রৌমারী ও জামালপুর ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ শুরু করেন নদীতে।

বাদশাহ/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়