ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গজারিয়ায় হাওয়া দেওয়ার মেশিন বিস্ফোরণ, আহত ৩

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৭, ২০ নভেম্বর ২০২৪  
গজারিয়ায় হাওয়া দেওয়ার মেশিন বিস্ফোরণ, আহত ৩

মুন্সীগঞ্জের গজারিয়ায় গাড়ির চাকায় হাওয়া দেওয়ার মেশিন বিস্ফোরিত হয়ে তিন ব্যক্তি আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এদের মধ্যে গুরুতর একজনকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার (২০ নভেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়ার তেতৈতলা এলাকার আলীর মিস্ত্রির গ্যারেজে ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন এলাকাবাসী।

আরো পড়ুন:

গজারিয়া থানার ওসি মাহবুবুর রহমান বলেন, “আমি ঘটনাটি সম্পর্কে জানি না। খোঁজ নেওয়া হবে।”

আহতরা হলেন- আলীর মিস্ত্রির গ্যারেজের শ্রমিক সুজন মিয়া (২৭) ও শাহীন (২২)। অপর জনের নাম জানা যায়নি, তবে তার বয়স আনুমানিক ২০ বছর। এদের মধ্যে তেতৈতলা গ্রামের মৃত শহীদুল্লাহ’র ছেলে সুজন মিয়াকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী জানান, আজ দুপুরে আলীর মিস্ত্রির গ্যারেজে গাড়ির চাকায় হাওয়া দেওয়ার মেশিন বিস্ফোরিত হয়। এসময় তিনজন আহত হন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তাদের মধ্যে উন্নত চিকিৎসার জন্য গুরুতর আহত সুজনকে ঢাকার পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি সেখানে ভর্তি আছেন। 

বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, “ঘটনাটি শুনেছি। তিনজন আহত হয়েছেন। তারা চিকিৎসাধীন।”

ঢাকা/রতন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়