ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সোনামসজিদ দিয়ে পেঁয়াজ-আলু আমদানি শুরু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩২, ২৭ নভেম্বর ২০২৪  
সোনামসজিদ দিয়ে পেঁয়াজ-আলু আমদানি শুরু

সোনামসজিদ স্থলবন্দর। ফাইল ফটো

একদিন বন্ধ থাকার পর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ-আলু আমদানি আবারো শুরু হয়েছে। 

বুধবার (২৭ নভেম্বর) সকাল থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এই বন্দরে ২১৬ টন পেঁয়াজ এবং ২২২ টন আলু আমদানি হয়েছে। 

আরো পড়ুন:

বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা টিপু সুলতান এ তথ্য জানান। 

আমদানিকারকরা জানান, ভারতে উৎপাদিত আলু ও পেঁয়াজ অন্য দেশে সরবরাহ করবে না বলে রপ্তানিতে স্লট বুকিং বন্ধ করে দেয় পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এ কারণে গতকাল মঙ্গলবার সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু ও পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে যায়। আমদানি বন্ধের খবরে রাতারাতি এসব পণ্যের দাম বাজারে বেড়ে যায়।

সোনামসজিদ স্থলবন্দর পানামা পোর্টলিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা টিপু সুলতান বলেন, সকাল থেকেই পেঁয়াজ ও আলু আমদানি শুরু হয়েছে। আজ বিকেল পর্যন্ত ১২টি ট্রাকে ২১৬ টন পেঁয়াজ ও ১০টি ট্রাকে ২২২ টন আলু স্থলবন্দরের ইয়ার্ডে প্রবেশ করেছে। 

ঢাকা/মেহেদী/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়