ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হবিগঞ্জে স্ত্রীর যৌতুক মামলায় যুবক গ্রেপ্তার

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫০, ১৭ ডিসেম্বর ২০২৪  
হবিগঞ্জে স্ত্রীর যৌতুক মামলায় যুবক গ্রেপ্তার

গ্রেপ্তার ফয়েজ মিয়া

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় স্ত্রী জলি আক্তারের দায়েরকৃত যৌতুক মামলায় ফয়েজ মিয়াকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। ফয়েজ উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম হাসারগাঁও গ্রামের আছান উল্ল্যার ছেলে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে ফয়েজ মিয়াকে আদালতে সোপর্দ করলে আদালত তাকে কারাগারে পাঠিয়ে দেন। সোমবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাতে থানার উপপরিদর্শক দেলোয়ার হোসেন ও সহকারী উপপরিদর্শক মহসিন কবীরসহ একদল পুলিশ নিজ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।

আরো পড়ুন:

মামলার অভিযোগ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, ২০২১ সালের ডিসেম্বর মাসে হবিগঞ্জ সদর উপজেলার সুলতানশী এলাকার কিতাব আলীর মেয়ে জলি আক্তারকে ৩ লাখ টাকা কাবিন মূলে বিয়ে করেন ফয়েজ মিয়া। তাদের দাম্পত্য জীবনে ইসমাইল নামে দুই বছরের ছেলে রয়েছে। ছেলে জন্মগ্রহণের বছর যেতে না যেতে ৩ লাখ টাকা যৌতুকের জন্য স্ত্রীকে চাপ দিতে শুরু করেন ফয়েজ মিয়া। চাপে পড়ে স্বামীকে ৫০ হাজার টাকা এনে দিয়েও রক্ষা হয়নি। এ সময় জলি আক্তারকে ভরণপোষণ না দিয়ে মানসিক ও শারীরিক নির্যাতন করে আসছে ফয়েজ।

হবিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ফয়েজ মিয়ার বিরুদ্ধে মামলা করেন জলি।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম জানান, ফয়েজ মিয়াকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ঢাকা/মামুন/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়