ঢাকা     বৃহস্পতিবার   ২০ মার্চ ২০২৫ ||  চৈত্র ৭ ১৪৩১

বগুড়ায় বিএনপির ২ পক্ষের সংঘর্ষ, আহত ১৩

বগুড়া প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৪, ৯ ফেব্রুয়ারি ২০২৫  
বগুড়ায় বিএনপির ২ পক্ষের সংঘর্ষ, আহত ১৩

ফাইল ফটো

বগুড়ার সারিয়াকান্দিতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৩ জন আহত হয়েছেন।  শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার কড়িতলা বাজারে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। 

সারিয়াকান্দি থানার ওসি জামিরুল ইসলাম বলেন, “আগামী বুধবার গাবতলীতে ঐতিহাসিক পোড়াদহের মেলা। গত কয়েক বছর ধরে মেলার দিন বিভিন্ন এলাকায় মাছের মেলাও বসে। কড়িতলা বাজারে মাছের মেলা বসানোকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটে। পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোনো পক্ষই থানায় অভিযোগ করেনি।”

কামালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম ঠান্ডু জানান, কড়িতলা হাটের ইজারা এবং আগামী বুধবার (১২ ফেব্রুয়ারি) পোড়াদহ মেলা বসানোকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়। 

আরো পড়ুন:

তিনি আরো জানান, শনিবার রাত ৮টার দিকে মেলা বসানোকে কেন্দ্র করে কামালপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোখলেছুর রহমান হিল্টুর নেতৃত্বে বিএনপি এবং আওয়ামী লীগের কিছু লোক দেশি অস্ত্র নিয়ে তার লোকজনের ওপর হামলা চালায়। এতে তার পক্ষের সাতজন আহত হন। তাদের সবাই বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। 

ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোখলেছুর রহমান হিল্টু জানান, তার লোকজন বাজারে চা পান করছিল। এসময় সভাপতি রেজাউল করিম ঠান্ডুর নেতৃত্বে  কয়েকজন তাদের ওপর হামলা চালায়। এতে তার গ্রুপের ছয়জন আহত হন। তাদের মধ্যে কয়েকজন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাকিরা অন্য হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। 

সারিয়াকান্দি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান বলেন, “আহতদের মধ্যে সাতজন বগুড়ার শহীদ জিয়াউর রহমান হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চিকিৎসার খোঁজ খবর রাখছি।”

ঢাকা/এনাম/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়