সুনামগঞ্জে বাণিজ্য মেলা বন্ধ না হলে ‘লং মার্চ টু মেলা’ ঘোষণা
সুনামগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

সুনামগঞ্জে বাণিজ্য মেলায় ইসলামবিরোধী কার্যকলাপের প্রতিবাদে এবং প্রশাসন কর্তৃক নির্ধারিত সময়ের (১৪ ফেব্রুয়ারি) মধ্যে মেলার কার্যক্রম শেষ করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি ) বাদ জুম'আ সুনামগঞ্জ পৌর শহরের ট্রাফিক পয়েন্টে সচেতন তাওহীদী জনতার ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ষোলঘর একটি আবাসিক এলাকা, এখানে স্কুল-মাদ্রাসা-মসজিদ রয়েছে। এখানে কোনোভাবেই বাণিজ্য মেলা কাম্য নয়। তবু মেলা হচ্ছে। মেলার আড়ালে চলে অশ্লীল নৃত্য, মাইক ও উচ্চস্বরে সাউন্ড বক্স বাজানোয় আশপাশে বাসিন্দারা অতিষ্ঠ হয়ে উঠেছেন।
বক্তারা অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের দোসর ও বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদের করা মামলার আসামি যুবলীগ ক্যাডার মেলার আয়োজক। স্বৈরাচারের দোসররা কীভাবে সুনামগঞ্জে এখনও বুক ফুলিয়ে হাঁটে? আমরা শুরু থেকে মেলার বিরুদ্ধে আন্দোলন করে আসছি তবুও জেলা প্রশাসক আমাদের দাবিকে তোয়াক্কা না করে মেলার অনুমোদন দিয়েছেন। এলাকার মানুষের দাবি তিনি রাখেননি। আজ মেলার শেষ দিন। আমরা আবারও দাবি নিয়ে দাঁড়িয়েছি আজ যেনো মেলা বন্ধ করা হয়।
এ সময় তারা মেলার সময় বাড়ানো হলে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়ে বলেন, প্রয়োজনে ট্রাফিক পয়েন্ট থেকে লং মার্চ টু মেলা করা হবে।
মানববন্ধনে বিশিষ্ট আলেম মাওলানা মুফতি আব্দুল হকের সভাপতিত্বে ও মাওলানা আরিফ রব্বানীর সঞ্চালনায় বক্তব্য রাখেন মাদানিয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা শায়েখ আব্দুল বছির, শহরের পূর্ব বাজার মসজিদের ইমাম মাওলানা আবু সাইদ, তেঘরিয়া মাদরাসার মুহতামিম মাওলানা বদরুল আলম প্রমুখ।
মনোয়ার//