পঞ্চগড়ে ভাষা সৈনিক সুলতান বই মেলা শুরু
পঞ্চগড় প্রতিনিধি || রাইজিংবিডি.কম

নানা আয়োজনের মধ্যে দিয়ে পঞ্চগড়ে আট দিনব্যাপী ভাষা সৈনিক সুলতান বইমেলা শুরু হয়েছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে জেলা প্রশাসন আয়োজিত এই বইমেলা বেলুন উড়িয়ে উদ্বোধন করে জেলা প্রশাসক সাবেত আলী। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম ইমাম রাজি টুলু, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল কাদের, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক ইকবাল হোসাইন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বীসহ জেলা প্রশাসন ও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পঞ্চগড় সরকারি অডিটোরিমের হলরুমে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, প্রতি বছরের মতো পঞ্চগড় ভাষা সৈনিক সুলতান বইমেলার আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীদের পাশাপাশি সব বয়সের এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষ যাতে নিজেদের পছন্দ মতো বই কিনতে পারেন, বই পড়তে পারেন সেই ব্যবস্থা করা হয়েছে। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ও পঞ্চগড়ের ভাষা শহীদ মো. সুলতান, আব্দুল কাদেরের বিষয়ে তরুণ প্রজন্ম যাতে বিশদ জানতে পারে মেলায় সেই ব্যবস্থা আছে। প্রতিদিন বই প্রেমীরা মেলায় আসবেন, বই কিনবেন বলে আশা করেছেন বক্তারা।
মেলায় বিভিন্ন প্রকাশনী, রাজনৈতিক ও ইসলামিক সংগঠনের প্রকাশনীর ৩৪টি স্টল অংশগ্রহন করেছে। মেলা প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। এছাড়া সরকারি অডিটোরিয়াম হলরুমে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা আবৃতি, স্থানীয় কবিদের স্বরচিত কবিতা পাঠসহ নানা অনুষ্ঠানের আয়োজন রখেছে জেলা প্রশাসন।
ঢাকা/নাঈম/মাসুদ