ঢাকা     বৃহস্পতিবার   ১৯ জুন ২০২৫ ||  আষাঢ় ৫ ১৪৩২

দুই মাথা নিয়ে জন্মানো শিশুর ২ ঘণ্টা পর মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৯, ১৩ মে ২০২৫   আপডেট: ১৯:২১, ১৩ মে ২০২৫
দুই মাথা নিয়ে জন্মানো শিশুর ২ ঘণ্টা পর মৃত্যু

পঞ্চগড়ে জন্মের দুই ঘণ্টা পরই মারা গেছে দুই মাথাওয়ালা নবজাতক। মঙ্গলবার (১৩ মে) সকাল সাড়ে ১১টার দিকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে শিশুটির জন্ম হয়। দুপুর দেড়টার দিকে সে মারা যায় বলে জানান হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. আবুল কাশেম।

শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসক নাসরিন পারভীনের তত্ত্বাবধানে সিজারিয়ানের মাধ্যমে শিশুটির জন্ম দেন সৌরভী আক্তার নামে এক নারী।

সৌরভী আক্তার পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের প্রধানপাড়া গ্রামের বাসিন্দা। তার স্বামীর নাম মাজেদুর রহমান।

আরো পড়ুন:

মাজেদুর রহমান বলেন, “এটা আমাদের প্রথম সন্তান ছিল। যখন আল্ট্রাসনোগ্রাম করছিলাম, তখন ডাক্তার বলেছিলেন, জমজ সন্তান হবে। গত শনিবারে আমার স্ত্রীকে হাসপাতালে ভর্তি করি। আজকে সিজারের মাধ্যমে দুই মাথাওয়ালা এক ছেলে শিশুর জন্ম দেন আমার স্ত্রী। দুটি মাথা বাদে বাচ্চাটির অন্য অঙ্গ-প্রত্যঙ্গ স্বাভাবিক ছিল।” 

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক নাসরিন পারভীন বলেন, “সকাল ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত আমরা একটা সিজারিয়ান সেকশন সম্পূর্ণ করেছি। কনজয়েনড টুইন পেয়েছি। বাবুর মাথা দুইটা কিন্তু বডি একটাই। টুইন প্রেগন্যান্সির কারণে এক হাজার বাচ্চার মধ্যে একটা বাচ্চা এমন হতে পারে।” 

ঢাকা/নাঈম/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়