রাজবাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
রাজবাড়ী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

রাজবাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। বুধবার (২১ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত পাংশা উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কুষ্টিয়ার খোকসা থানার জানিপুর গ্রামের হাবু শেখের ছেলে কুরবান শেখ (৫৫), খোকসা উপজেলার কমলাপুর গ্রামের ফনি ভূষণ রায়ের ছেলে অশোক কুমার রায় (৬৫) ও রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর মাঠপাড়া গ্রামের মৃত বাবর আলী প্রামাণিকের ছেলে লোকমান হোসেন (৪৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজবাড়ীর পাংশায় হালখাতা অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে পেছন থেকে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কুরবান শেখ ও অশোক কুমার রায়ের মৃত্যু হয়। অপরদিকে, রাস্তা পারাপারের সময় মোটরসাইকেল চাপায় ঘটনাস্থলেই মারা যান লোকমান হোসেন।
পাংশা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদ ও পাংশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাহ উদ্দিন পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকা/রবিউল/রাজীব