ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নরসিংদীতে তিন গাড়ির সংঘর্ষ, নিহত ১

নরসিংদী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৩, ১৫ জুন ২০২৫  
নরসিংদীতে তিন গাড়ির সংঘর্ষ, নিহত ১

নরসিংদীর পাঁচদোনা-ঘোড়াশাল আঞ্চলিক সড়কে বাস, মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তৃষা (১২) নামের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১০ থেকে ১২ জন।

রবিবার (১৫ জুন) দুপুরে ওই সড়কের চাকশাল মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত তৃষা জেলার রায়পুরা উপজেলার বাঁশগাড়ী এলাকার সেলিম মিয়ার ছেলে। সে অটোরিকশার যাত্রী ছিল।

আরো পড়ুন:

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা যাতায়াত পরিবহনের একটি বাস চাকশাল মোড়ে পৌঁছালে বিপরীতে দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিয়ে অপর একটি মাইক্রোবাসের সাথে সংঘর্ষ হয়। এতে অটোরিকশা ও মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। এতে অটোরিকশায় থাকা তৃষা নামের এক শিশু ঘটনাস্থলেই মারা যায়। আহত হন অটোরিকশা ও মাইক্রোবাসের ১০ থেকে ১২ জন জন যাত্রী। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান।

মাধবদী থানার উপ-পরিদর্শক (এসআই) জুয়েল রানা বলেন, ‘‘তিন গাড়ির সংঘর্ষে এক শিশুর মৃত্যু হয়েছে। আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক বাসটি আটক করা হয়েছে। তবে, চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

ঢাকা/হৃদয়/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়