ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ধামরাইয়ে প্রাইভেটকার উল্টে আহত ৫

সাভার (ঢাকা) প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৯, ২৬ জুন ২০২৫  
ধামরাইয়ে প্রাইভেটকার উল্টে আহত ৫

সড়কে উল্টে আছে দুর্ঘটনা কবলিত প্রাইভেটকার

ঢাকার ধামরাইয়ের জয়পুরায় ঢাকা-আরিচা মহাসড়কের সড়ক বিভাজকে ধাক্কা লেগে প্রাইভেটকারে উল্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

বুধবার (২৫ জুন) রাত সাড়ে ৮টার দিকে মহাসড়কের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর উল্টে যাওয়া প্রাইভেটকারে আগুন ধরে যায়। 

আরো পড়ুন:

ধামরাই ফায়ার সার্ভিস জানায়, সন্ধা ৮টা ২০ মিনিটে প্রাইভেটকারে অগ্নিকাণ্ডের খবর পাই। পরে দ্রুত ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ১২ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে  প্রাইভেটকারটি পুড়ে গেছে। চালকের ভুলে প্রাইভেটকারে আগুন লেগেছে।

সাভার হাইওয়ে পুলিশ জানায়, রাতে মহাসড়কে দুর্ঘটনার পর দ্রুত আহতদের উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়ির বেপরোয়া গতির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার কারণে গাড়িটি উল্টে যায় এবং পরবর্তীতে ইঞ্জিনে আগুন লেগে তা গাড়িতে ছড়িয়ে পরে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করে।

সাভার হাইওয়ে পুলিশ আরো জানায়, দুর্ঘটনা কবলিত গাড়িটি সড়ক থেকে সড়িয়ে নেওয়া হয়েছে। বর্তমানে যানচলাচল স্বাভাবিক আছে।

ঢাকা/সাব্বির/মেহেদী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়