ঢাকা     মঙ্গলবার   ১৫ জুলাই ২০২৫ ||  আষাঢ় ৩১ ১৪৩২

সিলেটে ৫ দাবিতে চলছে পণ্য পরিবহন ধর্মঘট

সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪১, ৫ জুলাই ২০২৫   আপডেট: ১৮:০২, ৫ জুলাই ২০২৫
সিলেটে ৫ দাবিতে চলছে পণ্য পরিবহন ধর্মঘট

ধর্মঘটের কারণে শনিবার সকাল থেকে সিলেট জেলায় পণ্যবাহী পরিবহন চলচল বন্ধ রয়েছে

সিলেটে বন্ধ থাকা পাথরকোয়ারি খুলে দেওয়াসহ পাঁচ দাবিতে ধর্মঘট করছেন পাথর শ্রমিক-ব্যবসায়ী ও পরিবহণ শ্রমিক-মালিক ঐক্য পরিষদ। শনিবার (৫ জুলাই) সকাল ৬টা থেকে তারা ধর্মঘট পালন করছেন। দাবি মানা না হলে, আগামী ৪৮ ঘণ্টা এই কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। 

সিলেটের ট্রাক-লরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদ এ ধর্মঘটের ডাক দিয়েছে। 

আরো পড়ুন: সিলেটে পাথর কোয়ারি খুলে না দিলে পরিবহন ধর্মঘট

আরো পড়ুন:

ধর্মঘটের কারণে সিলেট জেলার অভ্যন্তরীণ ও আন্তঃজেলা সড়কে ট্রাক, লরি ও কাভার্ডভ্যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। ফলে পণ্য পরিবহন কার্যক্রম অচল হয়ে পড়েছে।

আন্দোলনকারীদের দাবিগুলো হলো- পাথর কোয়ারিগুলো খুলে দেওয়া, ক্রাশার মেশিন ধ্বংস অভিযান বন্ধ করা, পাথর পরিবহনকারী ট্রাক আটকানো বন্ধ, চালকদের হয়রানি এবং বিআরটিএ অফিসে শ্রমিক হয়রানি বন্ধ করা।

সিলেট জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সিলেটের ট্রাক-লরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতা  মো. দিলু মিয়া বলেন, “সিলেট জেলার সব মালিক-শ্রমিক এক হয়ে এই আন্দোলনে নেমেছেন। দাবি আদায় না হলে ৪৮ ঘণ্টার কর্মবিরতির পর ৭ জুলাই থেকে সিলেট জেলার সব গণপরিবহন অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হবে।” 

গত ২ জুলাই বুধবার সিলেট নগরীর কোর্ট পয়েন্টে এক বিক্ষোভ সমাবেশ থেকে ধর্মঘটের ঘোষণা দেওয়া হয়। তখন আন্দোলনকারীরা সরকারকে ৪ জুলাইয়ের মধ্যে দাবি মানার আল্টিমেটাম দেন। দাবি মানা না হলে তারা ৫ জুলাই থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করবেন বলে জানান।

ঢাকা/নূর/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়