কোটালীপাড়ায় বিশেষ ক্ষমতা আইনে ১৫০০ জনের বিরুদ্ধে মামলা
গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
গোপালগঞ্জের কোটালীপাড়ায বিশেষ ক্ষমতা আইনে ১ হাজার ৫৫৫ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। শুক্রবার (১৮ জুলাই) কোটালীপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) উত্তম কুমার সেন বাদী হয়ে মামলাটি করেন।
কোটালীপাড়া থানার ওসি আবুল কালাম আজাদ জানান, কোটালীপাড়া থানার এসআই উত্তম কুমার সেন বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে ১৫৫ জনের নাম উল্লেখ করে এবং নাম না জানা ১ হাজার ৪০০ জনকে আসামি করে মামলা করেছেন।
তিনি আরো বলেন, “এখন পযর্ন্ত ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।”
এর আগে সন্ত্রাস দমন আইন গোপালগঞ্জ সদর থানায় ৫৭৫ জন ও কাশিয়ানী থানায় ৩৭০ জনকে আসামি করে আরো দুইটি মামলা হয়।
গত বুধবার গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ও পথসভা ভন্ডুল করতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের শত শত নেতাকর্মী হামলা চালায়। পরে তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়ায়। দিনভর চলা সংঘর্ষে ৫ ব্যক্তি নিহত হন। পুলিশ সাংবাদিকসহ শতাধিক মানুষ আহত হন।
ঢাকা/বাদল/মাসুদ