ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পুকুরে মিলল ইলিশ 

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৬, ১৯ জুলাই ২০২৫  
পুকুরে মিলল ইলিশ 

পুকুরে ধরা পড়া ইলিশ

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের পুকুরে একটি ইলিশ ও একটি তাড়িয়াল মাছ ধরা পড়েছে। শনিবার (১৯ জুলাই) দুপুরে নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে জাল দিয়ে মাছ ধরার সময় অন্যান্য মাছের সঙ্গে সামুদ্রিক মাছ দুটি উঠে আসে।

৯ ইঞ্চি লম্বা ইলিশটির ওজন ৪০০ গ্রাম এবং ১ ফুট লম্বা তাড়িয়াল মাছটির ওজন ৫০০ গ্রাম। পুকুরে এ মাছ দুটি ধরা পড়ার পর উপস্থিত সবাই উচ্ছ্বাস প্রকাশ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম জানান, পুকুরে জাল ফেলা হলে অন্যান্য মাছের সঙ্গে ইলিশ ও তাড়িয়াল মাছ ধরা পড়ে।

আরো পড়ুন:

তিনি আরো জানান, এ পুকুরের সঙ্গে পার্শ্ববর্তী খালের সরাসরি সংযোগ রয়েছে। জোয়ার-ভাটায় পানি ওঠা-নামা করে। ওই খাল দিয়ে হয়ত সামুদ্রিক মাছ দুটি বাংলোর পুকুরে ঢুকেছে। এ এলাকার খালগুলো পরিচ্ছন্ন রাখলে ভবিষ্যতে মিঠা পানির খালে সামুদ্রিক মাছ মিলতে পারে। 

ঢাকা/ইমরান/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়