সরকারি টাকা লুট: সাবেক এমপি তুহিনের বিরুদ্ধে দুদকের মামলা
ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন
ময়মনসিংহের নান্দাইলে ওয়াজ মাহফিলের টাকা লুটপাটের অভিযোগে সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিনসহ ১৪ জনের নামে মামলা দায়ের করেছেন দুর্নীতি দমন কমিশন (দুদক)। অনুসন্ধানের নয় বছর পর মঙ্গলবার (২২ জুলাই) ময়মনসিংহ জেলা সমন্বিত দুদুক কার্যালয়ের সহকারী পরিচালক বুলু মিয়া বাদী হয়ে মামলা করেন।
অভিযোগের প্রেক্ষিতে বিভিন্ন প্রকল্প কার্যক্রম তদন্ত করে অনিয়মের সত্যতা পেয়ে ২০১৭ সালে মামলা করার অনুমতি চেয়ে দুদকের প্রধান কার্যালয়ে আবেদন করে জেলা কার্যালয়।
মামলা আসামিরা হলেন, সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক চৌধুরী স্বপন, সাবেক উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এবিএম সিরাজুল হক ও ১১ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যানেরা।
মামলার বিবরণে জানাযায়, প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ২০১৩-১৪ অর্থ বছরে ১৩২টি ভুয়া প্রকল্প দেখিয়ে ৩৬৪ মেট্রিক টন জিআর চাল, যার আর্থিক মূল্য ১ কোটি ২০ লাখ ৭৪ হাজার ৯৭২ টাকা এবং ২০১৪-১৫ অর্থ বছরে ২২৮টি ভুয়া প্রকল্প দেখিয়ে ৪৭১ মেট্রিক টন জিআর চাল, যার আর্থিক মূল্য ১ কোটি ৬৭ লাখ ১১ হাজার ৫৫১ টাকা আসামিরা লুটপাট করেছেন।
এরমধ্যে ৩৭৮টি প্রকল্পের বিপরীতে প্রত্যেক প্রকল্পের সভাপতি ওয়াজ মাহফিল/ধর্মীয় অনুষ্ঠানের অনুকূলে অনুষ্ঠানভেদে ৩/২/১ মেট্রিক টন হারে চাল উত্তোলনের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন করেন।
আবেদনপত্রগুলোতে সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান (তুহিন), উপজেলা চেয়ারম্যান এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানেরা সনাক্তকারী হিসেবে স্বাক্ষর করেন। প্রকল্পের কাজ সম্পন্ন হওয়ার পর সংশ্লিষ্ট প্রকল্প কমিটি একটি ব্যবহারিক প্রতিবেদন উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর দাখিল করেন।
মামলার বাদী দুদকের সহকারী পরিচালক বুলু মিয়া জানান, অভিযোগের ভিত্তিতে একাধিকবার ঘটনাস্থল পরিদর্শন করে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে সত্যতা পাওয়ার পর মামলার জন্য প্রধান কার্যালয়ে ২০১৭ সালে আবেদন করা হয়। গত ২০ জুলাই মামলা করতে প্রধান কার্যালয় থেকে নির্দেশনা আসলে মঙ্গলবার (২২ জুলাই) মামলা করা হয়।
তিনি আরো বলেন, এখন মামলাটির অধিকতর তদন্ত করা হবে। এখানে যদি আরো কারও দায় থাকে তাহলে তাদেরও মামলায় অন্তর্ভুক্ত করা হবে।
ঢাকা/মিলন/বকুল