চাঁদপুরে ডাকাত দলের ৪ সদস্য গ্রেপ্তার, সিগারেট ও মোবাইল উদ্ধার
চাঁদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ঠাকুরবাজারে ডাকাতির ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বলছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির সময় লুট হওয়া ৫৬৫ প্যাকেট সিগারেট, পাঁচটি মোবাইল এবং ১০ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২৪ জুলাই) পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব। এর আগে, বুধবার অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- ঢাকার কেরানীগঞ্জ থানার পশ্চিম পাড়ার আব্দুল মালেক আকন (৬০), কুষ্টিয়া জেলার কুমারখালী থানার মাশখাল এলাকার মো. সোহেল রানা ওরফে শাওন (৩৯), ঢাকা আশুলিয়া থানার মুন্সিপাড়া এলাকার মো. সাহাব উদ্দিন ওরফে সাবু (৩২)। মামলা পরবর্তী কার্যক্রম ও তদন্তের স্বার্থে অপর আসামির নাম প্রকাশ করা হয়নি।
পুলিশ জানায়, গত ৮ জুলাই শাহারাস্তি ঠাকুরবাজারে মেসার্স পাটোয়ারী এন্টারপ্রাইজে নৈশপ্রহরীকে হাত-পা বেঁধে সিগারেটসহ প্রায় ৩৫ লাখ টাকার মালামাল লুট করে নেয় ডাকাত দল। এই ঘটনায় ওই ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ইমরান হোসেন থানায় মামলা করেন। পরে অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. লুৎফুর রহমানের তত্ত্বাবধানে স্থানীয় সিসিটিভি ক্যামেরার ফুটেজ, তথ্য প্রযুক্তির ব্যবহার এবং সোর্সের মাধ্যমে মামলাটির তদন্ত এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করেন শাহারাস্তি থানা পুলিশ। সর্বশেষ বুধবার লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে এক আসামিকে গ্রেপ্তার করে। একই দিন অপর দুই অভিযানে গ্রেপ্তার হয় আরো তিন আসামি।
এসপি মুহম্মদ আব্দুর রকিব বলেন, ‘‘এই ডাকাতির ঘটনায় চাঁদপুর ও ঢাকার পুলিশের সহযোগিতায় ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার হয়েছেন। এর মধ্যে তিন জনের বিরুদ্ধে ঢাকায় মামলা রয়েছে। বাকি চারজনকে চাঁদপুরে আনা হয়েছে। এই ঘটনায় আরো অধিকতর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ শেষে চাঁদপুর আদালতে পাঠানো হবে।’’
ঢাকা/অমরেশ/রাজীব