ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এক বিয়ের বরযাত্রী খেয়ে ফেলল অন্য বিয়ের খাবার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৯, ২৬ জুলাই ২০২৫   আপডেট: ১৭:১৮, ২৬ জুলাই ২০২৫
এক বিয়ের বরযাত্রী খেয়ে ফেলল অন্য বিয়ের খাবার

প্রতীকী ছবি

চট্টগ্রামের মীরসরাইয়ে এক বিয়ের বরযাত্রীরা ভুল করে অন্য বিয়ের খাবার খেয়ে ফেলেছেন। শুক্রবার (২৫ জুলাই) উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ফাইভ স্টার কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ৫০০ মিটার দূরত্বে অবস্থিত ফাইভ স্টার কমিউনিটি সেন্টার এবং সোনালী কমিউনিটি সেন্টারে একই সময়ে চলছিল দুটি বিয়ের অনুষ্ঠান। শুক্রবার মধ্যাহ্নভোজনের সময় সোনালী কমিউনিটি সেন্টারের আমন্ত্রিত ৭০ বরযাত্রী ভুল করে ঢুকে পড়েন ফাইভ স্টার কমিউনিটি সেন্টারে। পরে শুরু করে দেন খাওয়া-দাওয়া।

আরো পড়ুন:

এ বিষয়ে ফাইভ স্টার কমিউনিটি সেন্টারের বিয়ের আয়োজক সদস্য তাসিব তানজিল বলেন, ‘‘আলহামদুলিল্লাহ, তারা ১০০ জন খাওয়ার পরেও খাবার বাকি ছিল। যার রিজিক যেখানে লেখা থাকে, সেটাই ঘটে!’’

ভুল বিয়ের দাওয়াত খাওয়া আনোয়ার হোসেন বলেন, ‘‘আমরা ভুল বিয়ের অনুষ্ঠানে চলে গিয়েছিলাম। তবে, এ নিয়ে দুপক্ষের মধ্যে কোনো মনোমালিন্য হয়নি।’’

ঢাকা/রেজাউল/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়