রাঙামাটিতে এপিবিএনের প্রথম ক্যাম্প উদ্বোধন
রাঙামাটি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
রাঙামাটির আসামবস্তিতে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) প্রথম ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৬ জুলাই) ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ১৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (পুলিশ সুপার) মো. মাহফুজ আফজাল।
উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘অস্থায়ী এই পুলিশ ক্যাম্পটি জনগণের জানমালের নিরাপত্তা, এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’’
মাহফুজ আফজাল বলেন, ‘‘ক্যাম্পের কার্যক্রমের মাধ্যমে পাহাড়ি ও শহর এলাকার জনগণের মধ্যে নিরাপত্তাবোধ আরো জোরদার হবে। পাশাপাশি জরুরি পরিস্থিতিতে দ্রুত পুলিশি সাড়া, মাদক ও চোরাচালান প্রতিরোধ, সন্ত্রাস ও নাশকতা রোধসহ সার্বিক আইনশৃঙ্খলা ব্যবস্থাপনায় কার্যকরী সহায়তা প্রদান করবে।’’
এ সময় ব্যাটালিয়নের সহ-অধিনায়ক (অতিরিক্ত পুলিশ সুপার) মো. আফসার উদ্দিন খানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঢাকা/শংকর/রাজীব