গোপালগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু
গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১৯:০৪, ২৭ জুলাই ২০২৫
আপডেট: ১৯:৩৮, ২৭ জুলাই ২০২৫
ফাইল ফটো
গোপালগঞ্জের কোটালীপাড়ায় পানিতে ডুবে জাকিয়া (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২৭ জুলাই) দুপুরে উপজেলার পিঞ্জুরী ইউনিয়নের পিঞ্জুরী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জাকিয়া ওই গ্রামের জমির শেখের মেয়ে। কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘‘জাকিয়া বাড়ির উঠানে খেলা করছিল। হঠাৎ সবার অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে ডুবে যায় শিশুটি। তাকে দীর্ঘ সময় দেখতে না পেয়ে সবাই খোঁজাখুঁজি করে। পরে পুকুরে ভাসতে দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’’
ঢাকা/বাদল/রাজীব