ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভোমরায় ৩ দিনে এল ২ হাজার টন পেঁয়াজ

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৪, ২০ আগস্ট ২০২৫   আপডেট: ১৪:৪১, ২০ আগস্ট ২০২৫
ভোমরায় ৩ দিনে এল ২ হাজার টন পেঁয়াজ

চার মাস ২০ দিন বন্ধ থাকার পর গত রবিবার (১৭ আগস্ট) থেকে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) পর্যন্ত তিনদিনে এই বন্দরে প্রায় ২ হাজার টন পেঁয়াজ প্রবেশ করেছে। সরবরাহ বাড়ায় বাজারে দেশি পেঁয়াজের দাম কেজিতে কমেছে ৭ টাকা পর্যন্ত।

সাতক্ষীরা জেলা কৃষি বিপণন কর্মকর্তা ও ব্যবসায়ীরা জানান, স্থানীয় উৎপাদন দেশের চাহিদা পুরোপুরি মেটাতে পারছে না। প্রতি বছর চাহিদার বড় অংশ ভারত থেকে আমদানি করতে হয়। ভোমরা স্থলবন্দর দিয়ে নিয়মিত পেঁয়াজ আসায় বাজারে সরবরাহ বাড়ছে, দাম নিয়ন্ত্রণে আসছে ফলে ভোক্তারা স্বস্তি পাচ্ছেন।

আরো পড়ুন:

বুধবার (২০ আগস্ট) সাতক্ষীরা শহরের সুলতানপুর বড়বাজারের পাইকারি ব্যবসায়ী আব্দুল আজিজ এবং আমিনুর রহমান জানান, ‍ভারতীয় পেঁয়াজ বাজারে ঢুকতেই দেশি পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। আজ দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ৬২ থেকে ৬৫ টাকা কেজি দরে, আগে বিক্রি হতো ৭০ থেকে ৭২ টাকা কেজি দরে। ভারতীয় পেঁয়াজ বিক্রি হয়েছে ৬০ টাকা কেজিতে। সরবরাহ বাড়তে থাকলে দাম আরো কমবে।

ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুসা বলেন, “দীর্ঘদিন বন্ধ থাকার পর এখন নিয়মিত পেঁয়াজ আসছে। গত রবিবার থেকে গতকাল মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ৭০টি ট্রাকে প্রায় ২ হাজার টন পেঁয়াজ ভোমরা স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ করেছে। আমদানি অব্যাহত থাকলে বাজার দ্রুত স্থিতিশীল হয়ে যাবে।”

ভোমরা কাস্টমসের রাজস্ব কর্মকর্তা মো. রাসেল আহম্মেদ বলেন, “গত তিনদিনে প্রায় দুই হাজার টন পেঁয়াজ দেশে এসেছে। পেঁয়াজ আমদানির প্রভাব ইতোমধ্যে বাজারে পড়তে শুরু করেছে।”

সাতক্ষীরা জেলা কৃষি বিপণন কর্মকর্তা সালেহ মোহাম্মাদ আবদুল্লাহ বলেন, “আমরা বাজার নিয়মিত মনিটরিং করছি। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।”

তিনি আরো বলেন, “সরবরাহ বাড়লেও লক্ষ্য হচ্ছে যেন কৃষক ক্ষতিগ্রস্ত না হন। বাজারে ইতোমধ্যেই কেজি প্রতি ৬ থেকে ৭ টাকা পর্যন্ত পেঁয়াজের দাম কমেছে। সামনে দাম আরো কমার সম্ভাবনা রয়েছে।”

ঢাকা/শাহীন/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়