ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মেঘনার ২ ইলিশ সাড়ে ১১ হাজার টাকায় বিক্রি

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২১, ২৩ আগস্ট ২০২৫   আপডেট: ১৮:২৬, ২৩ আগস্ট ২০২৫
মেঘনার ২ ইলিশ সাড়ে ১১ হাজার টাকায় বিক্রি

মেঘনা নদীতে দুটি ইলিশ ধরা পড়ে। মাছ দুটির ওজন হয়েছে ৫ কেজি।

নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদী থেকে ধরা দুটি ইলিশ মাছ সাড়ে ১১ হাজার টাকায় বিক্রি হয়েছে। শনিবার (২৩ আগস্ট) বিকাল ৪ টায় হাতিয়ার চেয়ারম্যান ঘাট মৎস্য আড়তে ৫ কেজি ওজনের মাছ দুটি তোলা হলে স্থানীয় মৎস্য ব্যবসায়ী ফজল ভাণ্ডারী কিনে নেন। 

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার জেলে বাহার উদ্দিন শনিবার (২৩ আগস্ট) ভোরে মেঘনা নদীতে জাল ফেলেন। সকালে সেই জাল তোলেন। বেশ কিছু ছোট ও মাঝারি ইলিশের সঙ্গে বড় আকারের দুটি ইলিশ ধরা পড়ে। মাছ দুটির ভালো দাম পেতে তিনি চেয়ারম্যান ঘাটের মাছের বাজারে নিয়ে আসেন।

আরো পড়ুন:

জেলে বাহার উদ্দিন বলেন, ‘‘বিভিন্ন ধরনের মাছের সঙ্গে কিছু ইলিশও পাইছি। এর মধ্যে দুইটা বড় রাণি ইলিশ, যা ভালো দামে বিক্রি করেছি।’’

মৎস্য ব্যবসায়ী ফজল ভাণ্ডারী বলেন, ‘‘দুটি ইলিশের ওজন ৫ কেজি। মাছ দুটি সাড়ে ১১ হাজার টাকায় কিনেছি। ঢাকায় ক্রেতা আছে। তাদের কাছে পাঠাব। এই মৌসুমে এত বড় ইলিশ আর ধরা পড়েনি।’’ ইলিশ দুটি ভালো দামে বিক্রি করতে পারবেন বলে তিনি আশা করছেন। 

চেয়ারম্যান ঘাটের এন এ  মৎস্য আড়তের স্বত্বাধিকারী আবুল কালাম আজাদ বলেন, ‘‘সাগর উত্তাল থাকায় জেলেরা নৌকা নিয়ে পাড়ে অপেক্ষা করছেন। বর্তমানে বাজারে ইলিশ মাছের আকাল চলছে। সেই জন্য দামও চড়া।’’

হাতিয়া উপজেলার মৎস্য কর্মকর্তা ফাহাদ হাসান বলেন, ‘‘প্রায়ই বড় বড় মাছ পাওয়া যায়। জেলেরা দামও ভালো পান। মৎস্য সংরক্ষণে সরকারের নেয়া মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা বাস্তবায়ন করায় নদীতে বড় আকৃতির মাছের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।’’
 

ঢাকা/সুজন/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়