ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দেশের মানুষ পিআর বোঝে না: টুকু

জামালপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৭, ২৩ আগস্ট ২০২৫   আপডেট: ২২:১১, ২৩ আগস্ট ২০২৫
দেশের মানুষ পিআর বোঝে না: টুকু

বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ‘‘এ দেশের মানুষ পিআর পদ্ধতি বোঝে না। যারা এসব শর্ত দেন তারা খুব সুপরিচিত।’’

শনিবার (২৩ আগস্ট) জামালপুর শহরের বেলটিয়া এলাকায় জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আরো পড়ুন:

টুকু বলেন, ‘‘জুলাই আন্দোলনকে অনেকে দ্বিতীয় স্বাধীনতা বলে। কিন্তু, সন্তান একবারই জন্ম হয়। মুক্তিযুদ্ধ যে স্বাধীনতা এনেছে সেটিই স্বাধীনতা।’’

সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দসহ স্থানীয় নেতাকর্মীরা বক্তব্য দেন।

সর্বশেষ ২০১৬ সালে জামালপুর শহরের সিংহজানী উচ্চ বালক বিদ্যালয় মাঠে জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।

ঢাকা/শোভন/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়