ফরিদপুরে একই নম্বর প্লেটের ৫ প্রাইভেটকার
ফরিদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফরিদপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার হোটেল রাজস্থানের সামনে থেকে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) একই নম্বর প্লেটের পাঁচটি প্রাইভেটকার জব্দ করেছে পুলিশ। গাড়িগুলো পুলিশ লাইন্সে রাখা হয়েছে। এ নিয়ে শহরবাসীর মধ্যে কৌতুহলের সৃষ্টি হয়েছে।
প্রত্যক্ষদশীরা জানান, বৃহস্পতিবার সকালে হোটেল রাস্থানের সামনে সারিবদ্ধভাবে রাখা পাঁচটি নতুন একই নম্বর প্লেটের প্রাইভেটকার (ঢাকা মেট্টো-শ-০০-০৭৩৮) দেখতে পান এলাকাবাসী। এ সময় কৌতুলী জনতা বিষয়টি থানা ও ট্রাফিক পুলিশকে জানান। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়িগুলোর ব্যাপারে খোঁজ নেন। দুপুর পর্যন্ত মালিকরা না আসায় গাড়িগুলো থানায় নিয়ে যান তারা।
এই গাড়িগুলোতে এসে যারা হোটেল রাজস্থানে অবস্থান করছিলেন তারা হলেন- হাবিবুর রহমান, তুরান, আল আমিন, আব্দুল জব্বার, জয়নাল, আবু তালিব হোসেন, হাফিজুল, হাসিবুল, মাসুম, রিংকু, পনির ও সাব্বির।
হোটেল রাজস্থানের ম্যনেজার মো. মহিউদ্দিন জানান, “প্রায় নতুন পাঁচটি প্রাইভেটকার বৃহস্পতিবার ভোর পৌনে ৪টার দিকে হোটেলের সামনে আসে। গাড়িগুলোতে চালকসহ ১৭ থেকে ১৮ জন আরোহী ছিল। যতদূর শুনেছি, শহরের কমলাপুর এলাকায় একটি চাইনিজ রেষ্টুরেন্ট উদ্বোধন করতে এসেছিলেন তারা। সকালে গাড়িগুলো দেখে উৎসুক জনতা ভীড় করে। পরে পুলিশ গাড়িগুলো থানায় নেয়।”
ফরিদপুরের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) খুরশিদ আলম শিকদার বলেন, “গাড়িগুলোর শোরুম কিংবা গ্যারেজ নম্বরের সঠিক কাগজপত্র পাওয়া যায়নি। এ কারণে গাড়িগুলো কোতয়ালী থানা পুলিশের হেফাজতে দেওয়া হয়। সঠিক কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা শেষে গাড়িগুলো ছাড় দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”
ফরিদপুর কোতয়ালী থানার পরিদর্শক (ওসি) মো. আসাদ উজ্জামান বলেন, “পাঁচটি প্রাইভেটকার পুলিশ লাইনে রাখা হয়েছে।”
ঢাকা/তামিম/মাসুদ