ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

টাঙ্গাইলে কাদের সিদ্দিকীর বাড়িতে হামলা

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১১, ৭ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১০:১৬, ৭ সেপ্টেম্বর ২০২৫
টাঙ্গাইলে কাদের সিদ্দিকীর বাড়িতে হামলা

বাড়ির জানালার ভাঙা কাচ

টাঙ্গাইলে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাড়ি ‘সোনার বাংলায়’ হামলা চালিয়ে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।

শনিবার (৬ সেপ্টেম্বর) রাত একটার দিকে এ হামলা চালানো হয়। 

বাসার কেয়ারটেকার রাজু মিয়া জানান, রাতে স্যার (কাদের সিদ্দিকী) দ্বিতীয় তলায় ঘুমাচ্ছিলেন। সেসময় ১০/১৫ জন দুর্বৃত্ত বাসায় ইট পাটকেল নিক্ষেপ করে এবং মই দিয়ে বাসার গেইট টপকে ভেতরে প্রবেশ করে দুইটি গাড়ি ভাঙচুর করে। সেসময় আশেপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভির আহমেদ জানান, পুলিশ বিষয়টি তদন্ত শুরু করেছে। শিগগিরই জড়িতদের সনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

ঢাকা/কাওছার/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়