ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শেখ হাসিনার পতন আর মুক্তিযোদ্ধার পতন এক কথা না: কাদের সিদ্দিকী

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১২, ৮ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ২১:১০, ৮ সেপ্টেম্বর ২০২৫
শেখ হাসিনার পতন আর মুক্তিযোদ্ধার পতন এক কথা না: কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, ‘‘সরকারকে বলছি, যারা আন্দোলন করে শেখ হাসিনাকে পতন ঘটিয়েছিলেন তাদের বলছি; শেখ হাসিনার পতন আর মুক্তিযোদ্ধার পতন এক কথা না; শেখ হাসিনার পতন আর বঙ্গবন্ধুর পতন এক কথা না; শেখ হাসিনার পতন আর স্বাধীনতার পতন এক কথা না।’’

তিনি বলেন, ‘‘এই জিনিসগুলো কেউ কেউ বুঝতে চাচ্ছেন না। যারা চব্বিশে বিজয়ী হয়েছেন, তারা যদি এখন এভাবে ব্যর্থ হয়, ভবিষ্যতে যদি কেউ স্বৈরাচার হয়, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য সাধারণ মানুষ এগিয়ে আসবে না, সেটা আমার ভয়।’’

সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইল শহরে তার নিজ বাসা সোনার বাংলাতে সংক্ষিপ্ত এক আলোচনা সভা শুরুর আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

কাদের সিদ্দিকী বলেন, ‘‘আমার বাড়ি ধ্বংস করে দিলে যদি দেশের মানুষের শান্তি হয় আমি তাতেই রাজি, আর এখন আমার ৮০ বছর বয়স হয়েছে, এখন আমি চলে যেতে পারলে আরো খুশি।’’

তিনি আরো বলেন, ‘‘রবিবার বাসাইলে আমার উপস্থিতি ছিল না, এটা ঠিক না। ১৪৪ ধারা জারি করেছে বাসাইলে যেখানে আমরা মুক্তিযোদ্ধারা মিটিং করতে চেয়েছিলাম। দেখে গেলাম এই দেশে বেঁচে থেকে যে মুক্তিযোদ্ধাদেরও মিটিংয়ে বাঁধা দেওয়া হয়, সেই দেশে যেই দেশ পয়দা দিয়েছে মুক্তিযোদ্ধারা।’’

ঢাকা/কাওছার/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়