ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পিরোজপুরে বাবাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার

পিরোজপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৭, ১৪ সেপ্টেম্বর ২০২৫  
পিরোজপুরে বাবাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার

রিয়াজ উদ্দিন। ফাইল ফটো

পিরোজপুরের মঠবাড়িয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক নাসির উদ্দিনকে হত্যার অভিযোগে দায়ের হওয়া মামলায় তার ছেলে রিয়াজ উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার দাউদখালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

মামলার এজাহার সূত্রে জানা যায়, মা মারা যাওয়ার পর থেকে রিয়াজ বেপরোয়া জীবনযাপন শুরু করেন। একপর্যায়ে মাদকাসক্ত হয়ে পড়েন তিনি। এতে বাবা নাসির উদ্দিন আপত্তি করলে ক্ষিপ্ত হন রিয়াজ। পরবর্তীতে বাবার কাছে ভোগদখলীয় সম্পদ বিক্রি করে টাকা চান। জমি বিক্রি করে টাকা না দেওয়ায় ক্ষোভে তিনি বাবাকে হত্যা করেছেন। গত ১২-১৩ জুলাইয়ের মধ্যে যেকোনো সময় এ হত্যাকাণ্ড ঘটেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ওসি আবদুল্লাহ আল মামুন বলেন, ‘‘ময়নাতদন্ত প্রতিবেদনে আঘাতজনিত কারণে নাসির উদ্দিনের মৃত্যু হয়েছে বলে উল্লেখ রয়েছে। এ ঘটনায় নিহতের বোন বাদী হয়ে রিয়াজ উদ্দিনকে আসামি করে মামলা করেছেন। ওই মামলায় তাকে গ্রেপ্তার করে রবিবার আদালতে সোপর্দ করা হয়েছে।’’

ঢাকা/তাওহিদুল/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়