ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জোটের বিষয়ে কোনো দলের সঙ্গে এনসিপির বৈঠক হয়নি: আখতার 

রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩২, ১১ অক্টোবর ২০২৫  
জোটের বিষয়ে কোনো দলের সঙ্গে এনসিপির বৈঠক হয়নি: আখতার 

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাঈদ চত্বরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আখতার হোসেন।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, ‘‘আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের বিষয়ে কোনো দলের সঙ্গে এখনো বৈঠক করেনি এনসিপি। দেশের প্রয়োজনে যদি কখনো জোটের প্রয়োজন মনে হয়, তবে সময়ই বলে দেবে।’’  

শনিবার (১১ অক্টোবর) দুপুরে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাঈদ চত্বরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন তিনি। 

আরো পড়ুন:

এ সময় ঐক্যমত কমিশনের জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠানে এনসিপি যোগ দেবে বলে জানান আখতার হোসেন। ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে গুম, খুন ও আয়নাঘরের সঙ্গে জড়িত সেনা কর্মকর্তাদের সমালোচনা করে আখতার হোসেন বলেন, ‘‘বাহিনীর সদস্য দ্বারা গুম, খুন না হলে শেখ হাসিনা ফ্যাসিস্ট হতো না।’’ বিভিন্ন বাহিনীর যে সদস্য জুলাই আন্দোলনে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, তাদেরও দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করেন এনসিপির এ শীর্ষ নেতা।  

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান প্রসঙ্গে আখতার হোসেন বলেন, ‘‘জুলাই সনদ বাস্তবায়ন, হত্যার বিচার প্রক্রিয়া দৃশ্যমান ও মাঠ পর্যায়ে প্রশাসনকে নিরপেক্ষ করা না হলে নির্বাচন উৎসবমুখর করা সম্ভব হবে না।’’ দেশের সকল ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর কাছে আগামী নির্বাচন ‘গ্রহণযোগ্য’ ও ‘নিরপেক্ষ’ করতে অন্তর্বর্তী সরকারের সর্বাত্মক ভূমিকা পালন করার আহ্বান জানান তিনি। 

‘উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজোঁ করে ফেলেছে, তারা নিজেদের সেফ এক্সিটের (নিরাপদ প্রস্থান) কথা ভাবতেছে’—সম্প্রতি এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। এরপর এ নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে।  

এ বিষয়ে মন্তব্য জানতে পাওয়া হলে এনসিপির সদস্য সচিব বলেন, ‘‘সরকারের কিছু কিছু উপদেষ্টার মনোভাব এমন সৃষ্টি হয়েছে, যেনতেন করে ক্ষমতা হস্তান্তর করতে পারলে বেঁচে যায়।’’ এ ধরনের মানসিকতা থেকে সরে এসে জুলাই গণহত্যার বিচার, সংস্কার প্রক্রিয়া সম্পন্ন করে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে যথাযথভাবে দায়িত্ব পালন করার আহ্বান জানান তিনি। 

এর আগে মোটরসাইকেল শোডাউন করে রংপুর নগরীর মুন্সিপাড়া এসে আকতার হোসেন সদ্য প্রয়াত রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকুর কবর জিয়ারত এবং শোকাহত পরিবারের সদস্যদের সমবেদনা জানান। 

বিকেলে নিজ উপজেলা পীরগাছার নবীগঞ্জ বাজার ও পীরগাছা সদর উপজেলা শহরে দলের দুটি সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন আখতার হোসেন।

ঢাকা/আমিরুল/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়