ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফরিদপুরে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

ফরিদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৭, ১৩ নভেম্বর ২০২৫  
ফরিদপুরে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

ঢাকা-খুলনা মহাসড়কে লকডাউনের পক্ষে অবস্থান নিয়ে অবরোধ করে আওয়ামী লীগের কর্মী-সমর্থকেরা।

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কে লকডাউনের পক্ষে অবস্থান নিয়ে অবরোধ করেছেন আওয়ামী লীগের কতিপয় নিষিদ্ধ ঘোষিত নেতাকর্মী। 

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোর ৬টা থেকে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে গাছ ফেলে ও টায়ারে আগুন ধরিয়ে এই অবরোধ সৃষ্টি করা হয়। এর ফলে ঢাকা-খুলনা মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এবং সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র অনুযায়ী, ভোর ৬টার দিকে ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের শুয়াদী পাম্পের পাশে এবং পুখুরিয়া এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কিছু নেতাকর্মী লকডাউনের সমর্থনে মহাসড়কে জড়ো হন। 

দ্রুত আরো অনেকে তাদের সঙ্গে যোগ দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং তারা পুরো মহাসড়কটি অবরুদ্ধ করে ফেলে। রাস্তায় গাছ ফেলে এবং টায়ার জ্বালিয়ে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেয় অবরোধকারীরা।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রোকিবুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকাল ৯.৩০টা পর্যন্ত ঢাকা-খুলনা মহাসড়কের উক্ত দুই স্থানে যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। 

তিনি আরো জানান, খবর পেয়ে পরিস্থিতি স্বাভাবিক করে যান চলাচল পুনরায় শুরু করার জন্য পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছেন।

এই অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে দীর্ঘ লাইনে শত শত যানবাহন আটকে আছে এবং জরুরি প্রয়োজন ও সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন।

ঢাকা/তামিম/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়