ময়মনসিংহে দুষ্কৃতকারীদের আগুনে পুড়ল কাভার্ডভ্যান
ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
সড়কের পাশে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে সন্ত্রাসীরা শনিবার মধ্যরাতে আগুন দেয়
ময়মনসিংহ নগরীর আকুয়া বাইপাস এলাকায় দুষ্কৃতকারীদের দেওয়া আগুনে পুড়ে গেছে একটি কাভার্ডভ্যান। শনিবার (১৫ নভেম্বর) মধ্যরাত ১২টার দিকে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা গাড়িটিতে আগুন দেয় তারা।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, “রাত ৮টার দিকে চালক কাভার্ডভ্যানটি সড়কের পাশে দাঁড় করিয়ে বাড়ি চলে যান। দুষ্কৃতকারীরা রাত ১২টার দিকে গাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও কোনো কাজ হয়নি।”
তিনি বলেন, “ফ্যাসিস্ট শেখ হাসিনার মামলার রায় ঘিরে এসব করা হচ্ছে। দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনা হবে।”
ঢাকা/মিলন/মাসুদ