ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গাজীপুরে গ্রামীণ ইন্ডাষ্ট্রিয়াল পার্কে ককটেল নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৩, ১৭ নভেম্বর ২০২৫  
গাজীপুরে গ্রামীণ ইন্ডাষ্ট্রিয়াল পার্কে ককটেল নিক্ষেপ

গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত গ্রামীণ ইন্ডাস্ট্রিয়াল পার্ক-২ এর গেটে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে সন্ত্রাসীরা। এতে পুড়ে গেছে প্রতিষ্ঠানটির নাম ফলকের কিছুটা অংশ। সোমবার (১৭ নভেম্বর) ভোর ৫টার দিকে ঘটনাটি ঘটে। কেউ আহত হননি।

গ্রামীন ইন্ডাস্ট্রিয়াল পার্কের নিরাপত্তা কর্মী সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

প্রতিষ্ঠানটির নিরাপত্তা কর্মী ও পুলিশ সূত্র জানায়, উপজেলার হরতকিতলা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অবস্থিত গ্রামীণ ইন্ডাস্ট্রিয়াল পার্ক-২ এ আজ ভোরে ককটেল নিক্ষেপ করে সন্ত্রাসীরা। বিকট বিস্ফোরণের শব্দ শুনে প্রতিষ্ঠানটির নিরাপত্তা কর্মীরা বাইরে এসে সাইনবোর্ডে লাগা আগুন নিভেয়ে ফেলেন। পরে পুলিশ ঘটনাস্থলে যায়। 

গ্রামীন ইন্ডাস্ট্রিয়াল পার্কের নিরাপত্তা কর্মী সিরাজুল ইসলাম বলেন, “ভোর ৫টার দিকে সন্ত্রাসীরা প্রতিষ্ঠানটির গেটে ককটেল নিক্ষেপ করে। আমরা ভেতরে ছিলাম, শব্দ শুনে এসে দেখি, প্রতিষ্ঠানটির নাম ফলকে আগুন জ্বলছে। পরে আগুন নিভিয়ে ফেলা হয়।” 

এ বিষয়ে জানতে কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নানকে একাধিকবার ফোন দিলেও তিনি কল রিসিভ করেননি। ঘটনাস্থলে থাকা ইন্ডাস্ট্রিয়াল পুলিশও কথা বলতে রাজি হয়নি। 

ঢাকা/রেজাউল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়