ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গোপালগঞ্জে ককটেল বিস্ফোরণে নারী আহত

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৯, ২০ নভেম্বর ২০২৫  
গোপালগঞ্জে ককটেল বিস্ফোরণে নারী আহত

বিস্ফোরণে আহত লালমোন নেছা।

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ভাঙ্গাড়ি টোকাতে গিয়ে পরিত্যক্ত ককটেল বিস্ফোরণে লালমোন নেছা (৫৫) নামে এক নারী আহত হয়েছে। আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে উপজেলার রাধাগঞ্জ এলাকায় বিস্ফোরণ ঘটে।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বিস্ফোরণের তথ্য জানিয়েছেন। আহত লালমোন নেছা কোটালীপাড়া উপজেলার চৌরখুলী গ্রামের আশরাফ আলী সরদারের স্ত্রী।

আরো পড়ুন:

বিকেলে রাধাগঞ্জ এলাকার বিভিন্ন স্থান থেকে ভাঙ্গাড়ি এনে রাধাগঞ্জ কুড়েঘর রেস্টুরেন্টের ২৫-৩০ ফুট দূরে জড়ো করেন লালমোন নেছা। পরে তিনি সেখানে বিশ্রাম নেওয়ার জন্য মালামাল সরিয়ে রাখছিলেন। এরমধ্যে একটি বস্তু দেখে সেটি হাতে নিয়ে নাড়াচাড়া করতে গেলে তা হাতের উপর বিস্ফোরিত হয়। এতে বাম হাতের ২-৩টি আঙ্গুল বেশ ক্ষতিগ্রস্ত ও রক্তক্ষরণ হয়।

রাধাগঞ্জ কুড়েঘর রেস্টুরেন্টের মালিক মুকুল ফকিরের ছেলে হৃদয় ফকির বলেন, ‘‘হোটেলের পাশে ওই নারী ভাঙ্গাড়ি এনে বিশ্রাম নিচ্ছেলেন। শব্দ শুনে বাইরে গিয়ে দেখি ওই নারী আহত হয়েছে। তাকে উদ্ধার করে আমরা দ্রুত কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসার জন্য পাঠাই।’’ 

কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের কর্ব্যরত চিকিৎসক আবির আহম্মেদ জানিয়েছে, ‘‘আহত অবস্থায় ওই নারীকে হাসপাতালে আনা হয়। ককটেল জাতীয় কিছু বিস্ফোরিত হয়ে তিনি আহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। আমরা তাকে চিকিৎসা দেই। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’’ 

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, পরিত্যক্ত ককটেল বিস্ফোরণে ওই নারী আহত হন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

ঢাকা/বাদল/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়