ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

যবিপ্রবিতে ছাত্রীকে উত্ত্যক্ত করায় গ্রামবাসীর সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক, যশোর  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৮, ২৫ নভেম্বর ২০২৫   আপডেট: ২২:৪৯, ২৫ নভেম্বর ২০২৫
যবিপ্রবিতে ছাত্রীকে উত্ত্যক্ত করায় গ্রামবাসীর সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) ক্যাম্পাসসংলগ্ন এলাকায় নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় গ্রামবাসীর সংঘর্ষ হয়েছে। 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় সংঘর্ষ শুরু হয়। দুইপক্ষ একে অপরের দিকে ইটপাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এখনো কোনো হতাহতের তথ্য নিশ্চিত হওয়া যায়নি।

আরো পড়ুন:

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার প্রতিবাদে শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করলে স্থানীয়দের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। 

ঘটনাস্থলে উত্তেজনা বিরাজ করছে। প্রশাসন শান্তিপূর্ণভাবে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে। 

ঢাকা/রিটন/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়